ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের রাজধানী নগরী ঢাকার ইতিহাসের ধাপগুলো খুবই চমকপ্রদ। আর এই অদল-বদলের ধারাবাহিকতায় এখানে বদলেছে সংস্কৃতি-সমাজ-সভ্যতা।
মোগল-পূর্ব ঢাকা বাহান্ন বাজার আর তিপ্পান্ন গলির জনপদ। ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী ঘোষিত ঢাকা প্রায় একশ’ বছর বছর গৌরবের সঙ্গে টিকে ছিল, সর্ব ভারতীয় জনগোষ্ঠীসহ ইরান, আফগান, তুর্কিরা পর্যন্ত ভাগ্য অন্বেষণে ঢাকায় ছুটে আসত। বুড়িগঙ্গা থেকে তুরাগ তীর পর্যন্ত বসবাসকারী নাগরিকের সংখ্যা পৌঁছেছিল ১০ লাখে। ১৭০০ সালে বিশ্বের গুরুত্বপূর্ণ নগরীর মধ্যে ঢাকার স্থান ছিল ১২তম।
১৭০৪ সালে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে চলে গেলে এই নগরী বিরাণ হতে থাকে, জনসংখ্যা কমতে কমতে ১৮২৪ সালে মাত্র ৬১ হাজারে নেমে আসে। ব্রিটিশ শাসনামলের শেষ ভাগে উনিশ শতকের প্রারম্ভে ঢাকার জনবসতি ফের বাড়তে শুরু করে। ১৯৪৭-এর দেশ ভাগের পর ঢাকা নগরী আধুনিক শহর হিসেবে ধীরলয়ে গড়তে শুরু করে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ঢাকার ললাটে ফের এঁকে দেয় রাজতিলক।
রাজধানী ঢাকার পুরনো অংশসহ এই নগরীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে ক্ষয়িষ্ণু ঢাকাইয়া জনগোষ্ঠী। এখানে পরিবর্তন ঘটছে তীব্র গতিতে। আধুনিকতার প্রবল স্রোতে উল্টে-পাল্টে যাচ্ছে প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে।
দিনবদলের এই খরস্রোতে খড়কুটো ধরে আর কি বাঁচা সম্ভব ঢাকাইয়াদের? একদিন ঢাকাইয়াদের আঞ্চলিক ভাষা, পারিবারিক ও গোষ্ঠীবন্ধন, সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য সবই ছিল। ছিল নিজস্ব রূপকথা, কিচ্ছা কাহিনি। পাখ-পাখালি, গাছ-গাছালি, কেল্লা-দেউড়ি, প্রাচীন ইমারত, মসজিদ-মন্দির আর ঝোপ-ঝাড়, জলাশয়ে মানুষের অন্ধ বিশ্বাসে বেঁচে ছিল ভূত-পেত্নী, জিন-পরী-দৈত্য-মানব, রাক্ষস-খোক্ষষ।
প্রিয় পাঠক, সেই হারানো ঢাকাকে জীবন্ত করার ব্যর্থ প্রচেষ্টা, ঢাকার যত ভূত-পেত্নী গ্রন্থে ঢাকাইয়া লেখক আনিস আহামেদের।
জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬৩ আমলিগােলা, লালবাগ। একেবারেই পুরনাে ঢাকায় কাদামাটির মানুষ। এক বনেদী পরিবারে জন্ম। সক্রিয় রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ে আপােষহীন ও অকুতােভয়। সৎ সংগঠক, সুবক্তা। জীবনকে গ্রহণ করেছেন চ্যালেঞ্জ হিসাবে। মনেপ্রাণে ঘৃণা করেন ধর্মান্ধতা, মৌলবাদ ও উগ্র জাতীয়তাবাদকে। শিক্ষা-সংগঠন, বাস্তুহারা সমিতি, ভূমিহীন ও দরিদ্র জনগােষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করেন। কোন কিছুর বিনিময়ে স্বকীয়তা বিসর্জন দিতে রাজী নন। এখনও জীবনের লক্ষ্য স্থির করতে পারেননি। পত্রিকায় কলাম লিখতে লিখতেই বই প্রকাশের উদ্যোগ। ভবিষ্যতে রাজনীতি ও সমাজ সচেতন আরও প্রবন্ধনিবন্ধ লেখার ইচ্ছে আছে।। পেশাগত জীবনে দৈনিক প্রভাত-এর সহকারী সম্পাদক।