ফ্ল্যাপে লিখা কথা জীবন যাদের কাছে পরমপ্রিয় ছন্দের -যারা নদী, নারী, প্রকৃতি, প্রেম তআর দেশাত্নবোধের প্রাণরস খুঁজে বেড়ান কবিতায় ; অথচ অভিমানে মুখ ফিরিয়ে নিচ্ছেন কবিতা থেকে। ‘জামরুলের ভাষা’ তাদের কাছে টেনে কবিতা ও পাঠকের মধ্যে সেতুবন্ধের চেষ্টা করেছে।
ভূমিকা তরুণ কবি তানভীর আহমদ এর প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘জামরুলের ভাষা’ আমাকে কবি নিজে পাঠ করে শুনিয়েছেন। কবির কাব্যভাষা আমার হৃদয় স্পর্শ করেছে। আমার বিশ্বাস, কবি গাজী তানভীর আহমদ ভবিষ্যতে অচিরকালের মধ্যেই আমাদের পাঠক সমাজে খ্যাতি ও প্রতিপত্তি অর্জনের সক্ষম হবেন। তারভীরের কবিতা আমার মানসিকতায় ঈষৎ আনন্দ এবং প্রশান্তি এনে দিয়েছে। কবির ছন্দ ও শব্দের ভাণ্ডার পাঠকের জন্য তৃপ্তি কর মনে হবে। তাঁর কবিতার প্রধান বিষয় প্রেম হলেও প্রকৃতি, নাড়িক্ষত্র এবং দেশা্ত্নবোধে উদ্বেলিত ও সংমিশ্রিত হয়ে রচিত হয়েছে। আমার ধারণা , যেসব তরুণ কবি মানসিকতায় গীতধর্মী অর্থ্যাৎ মেজাজে লিরিক তাঁরাই আমাদের কবিতাকে ভবিষ্যতে পথ দেখিয়ে সামনে নিয়ে যাবে। বড় কথা হলো কবি তানভীরের মধ্যে আমি এক সুপ্ত কবিত্ব শক্তির সৌরভ পাচ্ছি। কবি তানভীর অল্প সময়েই পাঠকের মনোযোগ আকর্ষণে সক্ষম হবেন বলে আমার আশা জন্মেছে। শব্দে-গন্ধে ভরপুর তানভীরের তারুণ্য আমার মনে দারুন পুলক জন্মাতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি, এই কবি বাংলা ভাষার সমৃদ্ধিতে নিজের অবদান রাখতে সক্ষম হবেন। আমি তানভীরের জন্য সাফল্যের আশা নিয়ে অপেক্ষা করবো। তবে বক্তব্য হলো তানভীরকে তন্ময়তায় তৎপর থেকে ছন্দে-গন্ধে-আনন্দে কাব্যের পটভূমি ক্রমাগত বাড়িয়ে যেতে হবে। আমি তানভীরের সাফল্যের জন্য দোয়া করি। তাঁর দীর্ঘজীবন সুখময় হোক এটা আশা করছি। আল মাহমুদ ঢাকা।
সূচিপত্র * শিউলির জন্য ভালোবাসা * নারীশ্রমিক * ৯ ফাগুন,১৪১৬ * নৃত্যপরী * আকিজ বিড়ি * কল্পমন * জামরুলের ভাষা * পূর্ণচাঁদ * নারীতত্ত্ব * একুশ আমার * শাপলা * দীর্ঘশ্বাস * শপথ * উত্থান * কৃষ্ণচূড়া * অঙ্গার * সিঁড়ি * কালো মেয়ে * ভয় করি না * পুষে রেখেছি অন্তরে * পতাকার হাসি * তোমাকে শিলাবৃষ্টির স্বাগতম * বিবর্ণ প্রজাপতি * মা, তোমাকে মনে পড়ে * নির্মলতা * ভাতার বিল * আমার মা * নিলু * ফিরে ফিরে * যৌবন তুমি * কবিতার উৎস * বনবাস * মুক্তি দাও * নতুন * তুমি আমার * আসন * বেপুরুষ * নতুনের কেতন * বিদায় অভিবাদন * ঘৃণা * আমি ছুটবোই * অপেক্ষা * তবুও বেশ ভালো * ভালোবাসার জন্য এক টাকা * মাশুল * একাত্না -একপ্রাণ * বসন্তের দিন * মেয়ে * একটি শোক সংবাদ * এসো , হে নবীন * প্রতিচ্ছবি * পাপের জীবন
গাজী তানভীর আহমদ লেখক ও গীতিকার। জন্ম ১১ এপ্রিল ১৯৮৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার থলিয়ারা গ্রামে। বাবা গাজী আব্দুল মজিদ এবং মা আম্বিয়া খাতুন। বিশিষ্ট চলচ্চিত্রকার ও লেখক চাচা গাজী জাহাঙ্গীর ও গাজী মাহবুবের পরম সান্নিধ্যে কেটেছে শৈশব-কৈশোর। সেই সূত্রে শিল্পমনা পরিবার থকেে শিল্প-সাহিত্যের দূর্বলতা। কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার পাশাপাশি স্কুল-কলেজের পাঠ্যবই রচনা এবং সম্পাদনার কাজ করছনে নিয়মিত। ছোটবেলা থেকেই বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে লেখালেখি করে আসছেন। United Nations schools Organisation of Bangladesh (UNSOB), বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করেছেন বিশেষ সম্মাননা। 'আমার পৃথিবী তুমি' চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন একজন গীতিকার হিসেবে। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গবষেণা ও উন্নয়ন বিভাগে কর্মরত আছেন। জামরুলের ভাষা, মিশন পৃথিবী, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কমান্ডার পুলু, খোকা, ক্যাপ্টেন রবিন, মায়ের হাসি ভালোবাসি লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ।