ভূমিকা মানুষের মৌলিক চাহিদাসমূহ পূরণের প্রধান হাতিয়ার হচ্ছে অর্থ। আর এই অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। কেউ পেশায় চাকুরিজীবি, কেউ বা ব্যবসায়ী, কেউ বা আবার অর্থ উপার্জনের জন্য বিদেশেও পাড়ি জমান। আমাদের দেশের তরুণরা তাদের লেখাপড়া শেষ করে চাকুরির পেছনে ছুটতে থাকেন। কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাকুরির অভাবে বাড়ছে তরুণ বেকারত্বের হার। অথচ কোন একটি দেশের মূল চালিকাশক্তি ই হচ্ছে এই তরুণ সমাজ। আর অনলাইন আর্নিং তথা আউটসোর্সিং এর মাধ্যমে এই বেকার জনগোষ্ঠীকে- শক্তিতে রুপান্তর করা সম্ভব। চাকুরির পেছনে না ছুটে অনলাইন আর্নিং এর মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে কাজ করার জন্য ধরা-বাধা কোন নিয়ম নেই। বিশেষ কোন বিষয়ের উপর সার্টিফিকেট অর্জনেরও প্রয়োজন নেই। এখানে যে কেউ তার ইচ্ছেমতো কোন একটি বিষয়ের উপর দক্ষ হয়ে অর্থ উপার্জন করতে পারেন। ডেটা এন্ট্রির মতো সহজ কাজ থেকে শুরু করে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন রকমের কাজের সুযোগ রয়েছে এখানে। একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, একজন শিক্ষার্থী তার পড়ালেখার পাশাপাশি এবং এমনকি একজন গৃহিনীও তার কাজের ফাঁকে ফাঁকে অনলাইন হতে অর্থ উপার্জন করতে পারে। আর অনলাইন/ ইন্টারনেটে অর্থ উপার্জন করার জন্য রয়েছে বিভিন্ন আউটসোর্সিং মার্কেটপ্লেস। উল্লেখযোগ্য কিছু মার্কেটপ্লেস এর মধ্যে ‘ওডেক্স’ অন্যতম। বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে অবস্থান করছে ওডেক্স। আর ওডেক্স হতে সফলভাবে অর্থ উপার্জন করার প্রতিটি বিষয়সমূহের সুস্পষ্ট ও বিস্তারিত আলোচনা নিয়ে লেকা হয়েছে ‘ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং’ বইটি। ওডেস্ক এ রেডিষ্ট্রেশন করা, ওডেস্ক অ্যাকাউন্ট ভ্যারিফাই করা, শক্তিশালী প্রোফাইল তৈরি করা, ভালো ওভারভিউ লেখা, আকর্ষনীয় কভার লেটার লেখা, বিড দেয়ার বিভিন্ন কৌশলসমূহ ইত্যাদি। বিষয়সমূহ ছাড়াও কাজ সম্পাদন শেষে কিভাবে ওডেস্ক থেকে কোন রকম ঝামেলা ছাড়াই অর্থ নিজ হাতে নিয়ে আসা যায়- তার প্রতিটি বিষয় এই বইতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া ওডেস্ক এ প্র্যাকটিক্যালী কাজ করার অভিজ্ঞতা অর্জন করার জন্য বিভিন্ন প্রোজেক্ট এর ব্যবহারও দেখানো হয়েছে এই বইটিতে। তাছাড়া বইয়ের সাথে দেয়া সিডিতে উক্ত প্রোজেক্টসমূহ ভিডিও আকারে দেয়া হয়েছে।
Title
ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং প্র্যাকটিক্যাল আউটসোর্সিং (সিডি সহ)
মােঃ মিজানুর রহমান কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশােনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও সাউথ এশিয়ান আইসিটি এবং সিনটেক লিমিটেডে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। বিডিজবস্ এবং জবস্বিডিতে প্রফেশনাল ট্রেনিং পরিচালনা করছেন। দেশ ব্যাপি ফ্রিল্যান্সিং আউটসাের্সিং বিষয়ক সেমিনার এবং ওয়ারর্কশপ পরিচালনা করছেন। সফ্টওয়্যার ডেভেলপমেন্ট এ রয়েছে তার প্রায় সাত বছরের অভিজ্ঞতা। তার প্রফেশনাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইটি বিষয়ক বিভিন্ন আর্টিকেল লেখেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে জুমলা, ওয়ার্ডপ্রেস, ই-মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পিএইচপি এবং মাইএসকিউএল, জাভা, নেটওয়ার্কিং, এবং ইন্টারনেট এ অর্থ উপার্জন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষক এবং ট্রেনিং কনসালটেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থায় কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তার কম্পিউটার এবং প্রােগ্রামিং বিষয়ক বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।