ব্লগ সঞ্চালকের কথা মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। মায়ের ভাষার অধিকার রক্ষার্থে আমরা প্রাণ দিয়েছি এ মাসে। আমাদের সে অধিকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে অর্জিত হয়েছে। যারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রানের বিনিময়ে আমাদের এ অধিকার এনে দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই।
খুব কাছাকাছি সময়ে, ১৫ জানুয়ারি ২০১৩, বাংলা ভাষার বিশিষ্ট সাহিত্যিক, সমালোচক এবং প্রথম আলো ব্লগের স্বনামধন্য ব্লগার আবদুশ শাকুরকে আমরা হারিয়েছি। তার বিদেহী আত্মার প্রতিও রইল আমাদের ভালবাসা।
বাংলা ভাষাভাষি মানুষ আজ পৃথিবীর সর্বত্র। শীর্ষস্থানীয় বাংলা ব্লগ হিসেবে আমরা যেমন গর্ব করতে পারি তেমনি বেশ কিছু দায়দায়িত্বও আমাদের উপর বর্তায় সে রকম দায়িত্ববোধ এবং ভালো কিছু করার তাড়না থেকেই আমাদের এবারকার ব্লগ সংকলন। দেশে ও বিদেশে আমাদের যেসব ব্লগার আছেন তাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত লেখক। নবীন ব্লগাররাও মেধাবী, শ্রমনিষ্ঠ ও প্রতিশ্রুতিশীল।
‘ব্লগ’ মানেই হলো বহুমাত্রিক লেখালিখি, বিষয়বস্তুর বৈচিত্র। ফলে, নানা ধরনের লেখার অন্তর্ভূক্তি ঘটেছে আমাদের এবারকার সংকলনে। ‘সংকলন’ হলেও আমরা চেষ্টা করেছি ব্লগারদের সেরা ও প্রতিনিধিত্বশীল লেখাটির স্থান দিতে। এ সংখলনের জন্য ব্লগারদের অনেক লেখা এসেছে। ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে সমৃদ্ধ হয়েছে ব্লগ সংকলন।