ফ্ল্যাপে লিখা কথা দাঁত আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের একটি অন্যতম অঙ্গ। মূল্যবান জিনিসের মূল্য আমরা তখনই অনুভব করি যখন সময় চলে যায়। দাঁতের সমস্যা নেই এমন রোগী নেই বললেই চলে। অথচ আমরা সব জেনেশুনেও অমূল্য এই দাঁতের নানাবিধ সমস্যা নেই এমন রোগী নেই বললেই চলে। অথচ আমরা সব জেনেশুনেও অমূল্য এই দাঁতের নানাবিধ সমস্যাগুলোকে অবহেলা করেই চলেছি।
বইটিতে শিশু থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মুখ ও দাঁতের নানাবিধ রোগ বালাই ও তাঁর প্রতিকার সম্মন্ধে বিশদ বর্ণনা করা হয়েছে। অনেককিছুই আমরা সাধারণভাবে দেখি। যেমন- মুখের প্রদাহজনিত ঘা, বয়ঃসন্ধি ও গর্ভাবস্থায় দাঁতের নানাবিধ সমস্যা ইত্যাদি, যার চিকিৎসার প্রযোজন বোধ করি না। রোগ পুষে রাখি। মুখের এ জাতীয় সমস্যা দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেও নানাবিধ রোগের সৃষ্টি করছে। ফলে মুখের ক্যান্সার বেড়েই চলেছে এবং আমরা খুব সহজেই মৃত্যুকে বন্ধু হিসেবে বেছে নিচ্ছি। দাঁত ও মুখের সুস্থতা জানতে আমাদের দেশে বাংলায় লিখিত সমৃদ্ধ কোন বই নেই। বইটি পড়ে তাৎক্ষনিকভাবে দাঁত ও মুখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাবার পূর্বে বাড়িতে বসেই প্রাথমিকভাবে কিছু সমস্যার সমাধান পাবেন এবং বইটিকে নিত্য প্রয়োজনীয় সঙ্গী হিসেবে মনে হবে।
আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর চৌধুরী মইন জান, প্রফেসর সালামত খন্দকার, প্রফেসর নজরুল ইসলাম স্রার এবং প্রফেসর ফরমুজুর হক স্যার বইটিকে মূল্যায়ন করায় বইটির প্রগণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বইটি মানুষকে দাঁত ও মুখের রোগ সম্বন্ধে সচেতন করার প্রয়োজনে সকলের জন্য উপযোগী হবে বলে আশা করছি।
সূচিপত্র * দাঁত নিয়ে কথকতা * ডেন্টাল ক্যারিজ * দুধ দাঁতের যত্ন * স্কার্ভিং * জিনজিভাইটিস : মাড়ির প্রদাহ * নার্সিং বটল ক্যারিজ : শিশুর দুধ দাঁতের সমস্যা * দাঁতের মাড়িতে রক্তক্ষরণ * অ্যাপথাস আলসার * পেরিকরোনাইটিস * মুখের ছত্রাক সংক্রমন/ ওরাল ক্যানডিডোসিস * দাঁত মাজবেন কী দিয়ে? * কেমন Tooth Paste ব্যবহার করবেন * মুখ ও মাড়িতে সৃষ্ট প্রদাহ * র্যানুলা : জিহ্বার নিচে এ কোন থলি? * ড্রাই সকেট * আক্কেল দাঁতের ভিন্ন অবস্থান * বিউটি টুথের যত্ন * আক্কেল দাঁতের যত্ন * দাঁতের পলিপ * ক্যারিজবিহীন দাঁতের ক্ষয় * দাঁতের ফিলিং নাকি রুট ক্যানেল? * দাঁত সংরক্ষণে রুট ক্যানেল থেরাপি * মুখের বিভিন্ন ক্ষত * দাঁতের নানা রকম ক্ষয় রোগ * রং মিলিয়ে দাঁতের ফিলিং * বয়ঃসন্ধিতে মাড়ির প্রদাহ * দাঁতের পরিচর্যা * দাঁতে দাগ হলে ... * দুর্ঘটনায় দাঁত পড়ে গেলে ... * গর্ভকালীন মড়িন প্রদাহ * ডায়াবেটিস রোগে প্রাণ খোলা হাসি * দাঁতের অতি সংবেদনশীলতা * গোলাপি দাঁত * স্কেলিং : ডেন্টিস্টের হাতের দাঁত যত্ন * ফাঁকা দাঁতের পাকা চিকিৎসা * কৃত্রিম দাঁত ব্যবহারে সৃষ্টি জঠিলতা * দাতের ব্রীজ * বার্নিং মাউথ সিনড্রোম/ মুখের জ্বালাপোড়া * মুখে দুর্গন্ধ কি করবেন? * বিবর্ণ দাঁতের চিকিৎসা * শীতে দাঁতের সমস্যা ও তার প্রতিকার * বিয়ের আগে দাঁতের যত্ন * অসটিওমাইলইটিস : মুখের হাড়ের পঁচন * দাঁতের যত্নে ডেন্টাল ফ্লস * বিবর্ণ দাঁত * ভাঙ্গা দাঁত ও তার পরিণাম * মুখ-গহ্বরের রোগ ও ডায়াবেটিস * দাঁতের বিকল্প দাঁত * দাঁত সাদাকরণ বা দাঁতের ব্লিচ * দাঁত ব্রাশের নিয়ম-কানুন * রোজায় দাঁতের যত্ন * মুখের শুষ্কতা : জগরিনস সিনড্রোম * দাঁতের চিকিৎসায় হঠৎ জ্ঞান হারানো * AIDS রোগীর দাঁত ও মুখের সমস্যা * মুখের সুস্থতায় জানা প্রয়োজন * পেরিওডোন্টাল অ্যাবসেস : দাঁতের গোড়ায় পুঁজের আবাস * দাঁতের যত্নে ১৫ টিপস * গর্ভাবস্থায় হেপটাইটিস * ডেন্টাল ইমপ্লান্ট * সহায়ক গ্রন্থাবলি