৫৭৬ খ্রিষ্টাব্দে হযরত মুহাম্মদ -এর বয়স যখন ছয় বছর তখন তাঁর মা আমিনা মদীনা থেকে মক্কায় ফেরার পথে 'আবওয়া' নামক স্থানে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাধিস্থ হন। গৃহ পরিচারিকা উন্মু আয়মন মাতৃহীন শিশু হযরত মুহাম্মদ সাঃ-কে নিয়ে মক্কায় পৌঁছান। এ সময় তিনি দাদা আবদুল মুত্তালিবের আশ্রয়ে আসেন। আবদুল মুত্তালিব ছিলেন মক্কার একজন বয়োজ্যেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। দুই বছর পর্যন্ত তিনি দাদার সাথে থাকেন। বিভিন্ন স্থান থেকে সাহায্য ও পরামর্শের জন্যে আসা লোকদেরকে দাদার পরামর্শদান প্রক্রিয়া তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আবদুল মুত্তালিব হযরত মুহাম্মদ-কে অত্যন্ত স্নেহ করতেন। কিশোরকালের একটি ঘটনা: কিশোর হযরত মুহাম্মদ একদিন তাঁর দাদার জন্যে নির্ধারিত ফরাশে এসে বসে পড়েন। এ দেখে তাঁর চাচারা দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে আবদুল মুত্তালিব সেখানে আসছিলেন। তিনি দূর থেকে এ ঘটনা দেখে ফেলেন এবং বলতে থাকেন: 'আমার নাতি যেখানে বসেছিল তাকে ঠিক সেই জায়গাতেই বসিয়ে দেয়া হোক'... এ কথা বলে তিনি হযরত মুহাম্মদ -কে তাঁর পাশে বসালেন এবং তাঁর গলায় এবং কাঁধে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। তাঁর ধারণা, কালে এই বালক একজন মহান নেতা হবে।