ফ্ল্যাপে লিখা কথা এই গ্রন্থের সন্নিবেশিত সবগুলো নিবন্ধকে দুটি পর্ব ভাগ করা হয়েছে, প্রথম পর্বের নিবন্ধগুলোকে আখ্যায়িত করা হয়েছে ‘অবিমিশ্র হিউমার’ তথা ‘নির্ভেজাল হাসরস’ হিসেবে ; কেননা ওগুলোতে হাস্যরসের পরিমাণ বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে তত্ত্ব আর তথ্যেরও সমাবেশ ঘটেছে। আর দ্বিতীয় পর্বে সিরিয়াস কথাবার্তার অবতারণা করা হয়েছে বিধায় ওটার নাম করণ করা হয়েছে ‘ভ্রমণ বৃত্তান্ত ও অন্যান্য’।
নিবন্ধগুলো দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশকালে সমাজের বিভিন্ন স্তরের পাঠক-পাঠিকাদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গিয়েছিল আর সেটাই -লেখাগুলো একত্রিত করে পুস্তকাকারে প্রকাশনায় উৎসাহ জুগিয়েছে। আশা করছি পাঠক মহলে বইটি সমাদৃত হবে।
সাবেক অধ্যাপক, আমলা ও কূটনীতিবিদ আতাউর রহমানের জন্ম ১৯৪২ সালে সিলেট জেলার গােলাপগঞ্জ উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইংরেজিতে অনার্স ও ১৯৬৫ সালে এম. এ. পাস। অতঃপর সিলেট এম.সি. (সরকারি) কলেজে অধ্যাপনা শেষে তৎকালীন কেন্দ্রীয় প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যােগদান। ২০০২ সালে ডাক বিভাগের ডি-জির পদ থেকে চূড়ান্ত অবসর গ্রহণ। মধ্যিখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে এবং লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বাণিজ্যিক ও কূটনৈতক দায়িত্বপালন। আতাউর রহমান এদেশের একজন প্রখ্যাত রম্যলেখক। ২টি উপন্যাস, ১টি আত্মজীবনী ও ১৩টি রম্যগ্রন্থসহ অদ্যাবধি তাঁর প্রকাশিত গ্রন্থের মােট সংখ্যা ১৬। লেখালেখির জন্য বেশ ক'টি পুরস্কারে ভূষিত। ভাষাগত ব্যুৎপত্তি : মাতৃভাষা ব্যতিরেকেও ইংরেজি, ফরাসি, আরবি ও উর্দু। হাস্যরস পরিবেশনা ও ধর্মীয় আলােচনা প্রধানতম শখ।