ভূমিকা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) যেমন ছিলেন যাবতীয় নবীর মধ্যে শ্রেষ্ঠ হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) ছিলেন ঠিক তেমনই যাবতীয় ওলী আওলিয়ার মধ্যে শ্রেষ্ঠ।
অন্যান্য নবীগণ ছিলেন দুনিয়ার এক একটা অঞ্চলের নবী, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন সমগ্র দুনিয়ারর নবী, সেই জন্য তাঁহাকে বলা হয় বিশ্বনবী। তেমনি অনুরূপভাবে অন্যান্য ওলীগণ ছিলেন আপনাপন অঞ্চলের ওলী, কিন্তু হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) ছিলেন সমগ্র জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলী। সেইজন্য তাঁহাকে বলা হয় গাওসুল আযম বা বড়পীর।
হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) এর নাম জানেন না, মুসলমানদের মধ্যে এই রূপ লোক খুব কমই আছেন। কারণ তিনি ছিলেন সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধক, মহাজ্ঞানী ও কামেল ওলী। তাঁহার মতো মহাজ্ঞানী ও অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন লোক বিশ্বে বিরল। সেইজন্যই প্রত্যেক মুসলমান নরনারী অন্তরের সহিত তাঁহাকে গভীর শ্রদ্ধা করিয়া থাকেন।
প্রায় প্রত্যেক মুসলমানই হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) সম্পর্কে কিছু না কিছু জানেন। কিন্তু সেই জানা যেমন অপ্রতুল, তেমনই তাহার মধ্যে কিছু অতিরঞ্জিত কাহিনীও আছে যাহা তাঁহারা মর্যাদা ক্ষুণ্ন করিয়া থাকেন।
মানুষ যাহাতে হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) সম্পর্কে সঠিক তথ্য অবগত হইতে পারেন, সেই উদ্দেশ্যেই আমি এই পবিত্র গ্রন্থখানা রচনা করিয়াছি। গ্রন্থখানি নির্ভুল, প্রাঞ্জল ভাষায় রচনা করিতে চেষ্টার কোনো ত্রুটিই করা হয় নাই। তবুও যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহা হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিয়া বাধিত করিবেন। পরবর্তী সংস্করণে তাহা সংশোধন করা হইবে ইনশাআল্লাহ। এই গ্রন্থ পাঠ করিয়া পাঠকগণ বিন্দুমাত্র উপকৃত হইলে আমার পরিশ্রম সার্থক হইয়াছে বলিয়া মনে করিব। বিনীত গ্রন্থকার