ভূমিকা স্কুল জীবনে গোয়েন্দা, মাসুদ রানা ও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়েছি। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, সুকান্ত ভট্রাচার্যের কবিতা পড়তে ভালবাসি। স্কুল ফাংশনে কবিতা আবৃত্তি ও কবিতা পাঠ করার নিবিড় সখ্যতা ছিল। এভাবে হাঁটিহাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মাথার ভেতর পোকা ঢুকে গেল। আমি কবিতা লেখার চেষ্টা করলাম। “আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই” এই শব্দগুলি যদি ভালো কবিতা হয়ে থাকে তাহলে আমিও পারবো। প্রবল আত্নবিশ্বাসে শুরু করলাম, ‘‘আমি আজ লিখিকা, লিখে যাবো কথিকা”। সেই থেকে শুরু হলো নতুন এক জীবন। শব্দের সাথে যোগ করে তৈরি করলাম ভিন্ন শব্দমালা। এ ব্যাপারে আমাকে সাহস ও শক্তি জুগিয়েছেন আমার পূঁজনীয় জন্মদাতা পিতা । অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে -আমি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি । একদিকে বাবা পরবাসে। আর আমি লিখে যাচ্ছি আমার কথা ও কবিতা। বিভিন্ন শব্দের চাইতে শব্দের দ্যোতনায় আমি বিস্মিত হই। আমার প্রথম প্রকাশিত বই “বেদনার জলাভূমি” মুক্তদেশ প্রকাশনী থেকে ২০০৮ সালে। আমার একজন কাছের বন্ধু্ ইবনে দাউদ স্বাধীনের ঐকান্তিক প্রচেষ্টায় আমি সক্ষম হয়েছিলাম। এরপর ২০১০ ও ২০১২ সালে আরও দুইটি। এবারে ২৯১৩ তে ‘মহাশূন্যে জলকেলী’ নামে চতুর্থ কবিতার বই প্রকাশিত হল। আশাকরি আমার ‘মহাশূন্যে জলকেলী’ বইটি পড়ে আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আশাবাদী।
এই বইয়ের বেশ কয়েকটি কবিতা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আরও একটা কথা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বই কিনবেন বেশি বেশি সব কবিদের । হোক যে নবীন কিংবা প্রবীণ। কবিতা : এক ঝাঁক শান্ত পায়রার কথা বলে। কবিতা : হন্তারক দানবের পতনের কথা বলে। কবিতা : শৃঙ্খলহীন ভালবাসা ও স্বপ্নের কথা বলে।
সূচিপত্র * কালো রাত * ভেজাল * সংসার * লড়াই * বিষণ্ন কবি * প্রেমের কবিতা * যদি পার * সুচনা * জীবন গাঁথা * স্বাধীনতা খুঁজি * হায়রে পুরুষ * কবিতা * খাবো * দুঃস্বপ্ন * রাম প্রসাদ * মিনতি * খবর * অবক্ষয় * ১৯৭১ * কথা * অস্বীকার * নিষ্ফল * পরগাছা * প্রবঞ্চক * শ্রেষ্ট সঙ্গম * অভিসম্পাত * নাছোরবান্দা * শহুরে গীতি * কবিতা লিখব বলে * পাগল * প্রস্টিটিউশান * বাংলা আমার * কালোমেঘ * বসন্ত * আঁধার * নষ্টালজিয়া * ভালবাসার ইষ্টিশান * কপাল * প্রশান্ত মহাসাগর * চাঁদ