ফ্ল্যারে লেখা কিছু কথা বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠান ‘গ্রামীণ ব্যাংক’ নোবেল পুরস্কারে ভূষিত হবার বহু আগেই বিশ্বব্যাপী সম্মান, শ্রদ্ধা ও স্বীকৃতি অর্জন করেছেন। বর্তমানে বিশ্বে বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও সম্মানীত ব্যক্তিত্ব সম্ভবত তিনিই। তাঁর স্বপ্ন-দর্শনে প্রতিষ্ঠিত ‘গ্রামীণ ব্যাংক’ গরিব বিত্তহীন মানুষকে, বিশেষ করে গরিব নারীকে বিনা জামানতে ঋণ দিয়ে আত্মকর্ম সংস্থানে উজ্জীবিত করে নিজের পায়ে দাঁড়াবার যে আয়োজন করে দিযেছে তা শুধু অভূতপূর্ব নয়, তা তুলনাহীন। তাই বাংলাদেশের ‘গ্রামীণ ব্যাংক মডেল’ আজ বিশ্বের শতাধিক দেশে অনুসরন করে দারিদ্র্য বিমোচনের চেষ্ট করে যাচ্ছে। সম্প্রতি প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর ‘সমাজিক ব্যবসার’ দর্শন বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্বের দেশে দেশে তা প্রচার করে চলেছেন। এপর্যন্ত প্রায় দশটি দেশে সামাজিক ব্যবসার দর্শন গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে। আরো প্রায় কুড়িটি দেশে তা বাস্তবায়ন নিয়ে আলাপ আলোচনা চলেছে। বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যায়য়ে সামাজিক ব্যবসা নিয়ে গবেষণার জন্যে ড. ইউনূসের নামে সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হল : ব্যবসার মাধ্যমে সমাজের একটি সমস্যার সমাধান করা। যে ব্যবসা থেকে বিনিয়োগকারী কখনো মুনাফা গ্রহণ করবেন না। মুনাফার টাকা আবার একই ব্যবসায় বা অন্য কোনো সামাজিক ব্যবসায়