ফ্ল্যাপে লিখা কথা বিশিষ্ট লেখক সম্পাদক শফিক রহমান যখন দৈনিক যায়যায়দিন ছেড়ে দিলেন তখন ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট সাংবাদিক লেখক নাট্যকার পরিচালক ও উপস্থাপক শহিদুল হক খান। শহিদুল হক খান যেদিন যোগদান করলেন সেদিন একটি উপ-সম্পাদকীয় লিখেছিলন পত্রিকার পাতায়। উপসম্পাদকীয় অনেকেই লেখেন, পত্রিকার নিজস্ব সাংবাদিক কিংবা বাইরের বাইরের কলামিস্ট লেখেন। বিদগ্ধজনেরা লেখন, তা পাঠকমহলে আলোচিত হয়, সমালোচিত হয়, জনপ্রিয় হয়, অনেক সময় অনেক লেখা নিয়ে বিতর্কের ঝড়ও বয়ে যায়। তবে শহীদুল হক খান সম্ভবত এই দেশে প্রথম যিনি একটি জাতীয় দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক হওয়া থেকে ছেড়ে আসার দিন পর্যন্ত প্রতিদিন বিশেষ সম্পাদকীয় লিখেছেন। যা পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে এবং শুধু আলোচনা জনপ্রিয়তা নয় আলোড়ন সৃষ্টি করেছে। দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে পাঠক লেখক সাংবাদিক, সুশীল সমাজ এমনকি অন্যান্য জাতীয় দৈনিকের প্রবীন সম্পদকরা পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন। বিভিন্ন বিষয়ের উপর প্রতিদিন লেখা ৮৩টি বিশেষ সম্পাদকীয় নিয়ে এই কথামালা প্রতিদিন যা শুধু যায়যায় দিন এর পাঠকই নয় অন্যান্য সকল পাঠকের জন্য দীর্ঘদিন সংযোজন এই বই চলমান সময় সময়ের পরিস্থিতি ঘটনা ও ঘটনা প্রবাহতে জীবন্ত করে রাখবে আগামী দিন ও আগামী প্রজন্মের জন্য।