ফ্ল্যাপে লিখা কথা চলনবিল অনেক জ্ঞানীগুণীজনের জন্মস্থান এবং এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। দেশের অর্ধেক জমিদার এ অঞ্চলেই ছিলেন। এছাড়াও রয়েছে বেশকিছু মোগল ও পাঠান স্থাপত্য। যেমন- সম্রাট আকবরের সেনাপতি মাসুম খাঁ-এর মসজিদ । বেহুলা-লখিন্দরের ব্যবহৃত নৌকা, প্রখ্যাত সেনাবাহিনী প্রধান জি.এন চৌধুরীর জ্ঞাতি পুরুষদের বাড়ি, বিখ্যাত লেখক প্রমথনাথ বিশীর আদি জমিদার বাড়ি, অর্থ্যাৎ জোয়ারী জমিদার বাড়ী, নাটোর রাজবাড়ী, দিঘাপতিয়া জমিদার বাড়ি, বিশ্বাসঘাতক মির্জাফরের সহচর জগৎশেঠের বাংলো বাড়ির ছবি এবং বিভিন্ন তথ্য দিয়ে বইটি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২০ টির মতো ছবি স্থান পেয়েছে।