"বুদ্ধির গল্প" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ জীবনে যারা মানুষ হিসেবে অনেক বড় হয়েছেন, তাঁদের ছােটবেলাটাও ছিল নানা মজার ঘটনায় ভরপুর। খুব ছােট থাকতেই তাঁরা নিজেদের বুদ্ধিমত্তার সাক্ষর রেখেছেন, দেখিয়েছেন তাঁদের মধ্যে রয়েছে বড় মানুষ হয়ে ওঠার বীজ। স্মরণীয় ব্যক্তিদের জীবনের সেইসব উল্লেখযােগ্য ঘটনাকে কমিকসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই বইটিতে। গল্পগুলাে তােমাদের অনুপ্রাণিত করবে, মনে করিয়ে দেবে জীবনের কোন বাধাই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় না যদি বুদ্ধি নিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়া যায়। গল্পগুলাে সেইসকল মানুষদের নিয়ে যারা ছােটবেলায় বুদ্ধির জোরে অতিক্রম করেছেন সকল বাধা-বিপত্তি এবং পরবর্তীতে যারা নিজ নিজ যােগ্যতায় স্বনামে প্রতিষ্ঠিত হয়েছেন। যেমন:- জর্জ ওয়াশিংটন শৈশবে নিজস্ব বুদ্ধিমত্তায় একটি চোরকে ধরে ফেলেন। অপরপক্ষে নিউটন শৈশবেই একটি উইণ্ডমিল তৈরী করেন। আবার ম্যাক্সিম গাের্কি নয়টি কেক চারটি বাক্সে এমনভাবে সাজিয়েছিলেন যাতে প্রত্যেক বাক্সেই সমান সংখ্যক কেক থাকে। এই গল্পগুলাে থেকেই জানা যাবে কী করে শানিত করে তােলা যায় বুদ্ধিকে। কী করে সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে জয় করা যায় সকল বাধা-বিপত্তি।