ফ্ল্যাপে লিখা কথা রূপকথার গল্পের কোনে বিকল্প নেই। হওয়া সম্ভবও নয় বোধ করি। দেশে দেশে, কালে কালে এই গল্প আদৃত হয়ে আসছে। এই পরম্পরায় কোনো ছেদ নেই। জমজমাট কাহিনী, নাটকীয়তা, রহস্য, টান টান উত্তেজনার অজস্র উপাদান ছড়িয়ে থাকে এসব গল্পে। ছোটরাই শুধু নয়, বড়রাও আনন্দে আপ্লুত হন। রাজ-রাজড়া, ব্যঙ্গমা-ব্যঙ্গমী, পঙ্খীরাজ, পশু-পাখি, কতো যে অদ্ভুত অদ্ভুত চরিত্র, তার কোনে হিসাব কিতাব নেই। জীবজন্তুরাও কথা বলে মানুষের ভাষায় । তাদের মধ্যেও মানবিক আনন্দ বিষাদ, দোষ-গুণের উপস্থিতি আমরা লক্ষ্য করি অবাক বিস্ময়ে। রকমারি রূপকথার বিচিত্র সম্ভার নানা কারণেই পাঠক মন তৃপ্ত করে। গল্পের বুনট, রহস্যময়তা, কী ঘটতে চলেছে তা জানবার অপার কৌতূহল চুম্বকের মতো টেনে নিয়ে যোয় গল্পের গভীরে, পরিণতির চূড়ায়।
এই গ্রন্থে রয়েছে কবি সাংবাদিক হাসান হাফিজ রূপান্তরিত রূপকথাসমূহ। বিভিন্ন দেশের আচার-সংস্কৃতি, লোক ঐতিহ্য, মানবিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এসব গল্পে। লোক কবি বলেছিলেন দারুণ এক কথা-‘নানান বরণ গাভী রে ভাই একই বরণ দুধ/ জগত ভরমিয়া দেখলাম একই মায়ের পুত’। মানুষে মানুষে পার্থক্য থাকলেও ভেতরে ভেতরে তাদের অনুভূতি প্রায় একই রকম। সেই ঐক্যেরই দেখা মেলে এসব গল্পে। গড়ে আপ্লুতি হওয়ার পাশাপাশি পুলকিত হয়ে সেই সামঞ্জস্যও আবিষ্কার করা সম্ভব নয়। ভালো লাগার এক আনন্দময় শিহরণে পাঠকরা আলোড়িত ও মুগ্ধ হন, এই মধুর অভিজ্ঞতার কোনো তুলনা নেই।
হাসান হাফিজের জন্ম নারায়ণগঞ্জের সােনারগাঁও উপজেলার এলাহি নগর গ্রামে, ১৫ অক্টোবর ১৯৫৫। যখন ছিলেন স্কুলছাত্র, প্রথম ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচি কাঁচার আসরে। পড়াশােনা করেছেন হােসেনপুর হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা ও সাহিত্য,গণযােগাযােগ ও সাংবাদিকতায় এম.এ.(ডাবল)। দীর্ঘ ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। দৈনিক বাংলায় সূচনা। আরাে কাজ করেছেন জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ (এখন পাক্ষিক), বৈশাখী টেলিভিশন এবং আমার দেশ-এ। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ১৪০। সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই লেখক পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে রয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহাদ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপাের্টার্স ইউনিটি লেখক সম্মাননা, কবিতালাপ পুরস্কার, কবি জসীম উদ্দীন স্মৃতি পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, স্বপ্নকুঁড়ি পদক ইত্যাদি। হাসান হাফিজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। সাহিত্য-সাংবাদিকতা সূত্রে ভ্রমণ করেছেন বিশ্বের ১৫ দেশ। তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।