"সহজ হারমোনিয়াম শিক্ষা" বইটি সম্পর্কে কিছু কথা: বুলবুল ললিতকলা একাডেমির নজরুল সঙ্গীত বিভাগের সার্টিফিকেট প্রাপ্ত ছাত্র কে, এম, লিয়াকত আলী সহজ হারমােনিয়াম শিক্ষা” শিরনামে একটি বই রচনা করিয়াছে। আমি মনে করি সঙ্গীত বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ এবং হারমােনিয়াম শিক্ষায় আগ্রহি সকলেই এই বই পাঠ করিয়া হারমােনিয়াম বাজনায় পারদর্শীতা অর্জন করিবে। এবং তাদের ন্য সঙ্গীত শিক্ষা সহজতর হইবে। আমি কে, এম, লিয়াকত আলীর উচ্চ সাফল্যতা এবং তার এই বইটির বহুল প্রচার কামনা করি। ললিতকলা একাডেমীর প্রাক্তন একজন ছাত্র, সেই সূত্রে আমার ছাত্র। রাগ সঙ্গীতে তার ভাল দখল না থাকলেও নজরুল সঙ্গীত এবং আধুনিক হাল্কা অংগের গান ভালই গেয়ে থাকে। যদিও সে কোন ওস্তাদ নয় তবুও তার সহজ হারমােনিয়াম শিক্ষা” বইটি লেখার ব্যাপারে যথেষ্ট সাহসিকতা লক্ষ্য করা যায়। বইটির মধ্যে শাস্ত্রীয় কোন গাম্ভীর্যতা না থাকায় এবং অত্যান্ত সহজ ও সরলভাবে লিখা হওয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধা হবে বলে আমি মনে করি। বইটিতে প্রথমে বাংলা সঙ্গীতের একটি সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হয়েছে যা থেকে শিক্ষার্থীদের বাংলা সঙ্গীতের ইতিহাস সম্পর্কে মুটামুটি একটি ধারণা হবে। বইটিতে প্রাথমিক পর্যায়ের কিছু তালও সন্নিবেশিত হয়েছে যা শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে। হারমােনিয়ামে দ্রুত আঙ্গুল চালনার জন্য বেশ কিছু তান এবং দশটি ঠাটের পরিচয় এবং “সগাম গীত দেওয়া হয়েছে যা আঙ্গুল চালনা দ্রুত আয়ত্তে আনবে। এই সহজ হারমােনিয়াম শিক্ষা” গ্রন্থখানি যে শিক্ষার্থীদের কল্যাণ বয়ে নিবে নিঃসন্দেহে সেটা বলা যায়। বইটির দাম কম থাকায় শিক্ষার্থীদের পক্ষে ক্রয় করা সহজতর হবে। সর্বশেষ আমি কে, এম, লিয়াকত আলীর গ্রন্থটির অধিক প্রচার এবং তার আরও অধিক সফলতা কামনা করি।