বইয়ের বর্ণনা আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আর গোটা পরিবেশের একটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশব্যবস্থা। পৃথিবীর নানাপ্রান্তে বিভিনড়ব ধরনের প্রতিবেশব্যবস্থা থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেই মানুষসহ সকল জীবন টিকে আছে। ভৌগলিক কারণে আমাদের দেশ বেশকিছু বৈচিত্র্যময় জলজ ও স্থলজ প্রতিবেশব্যবস্থার ধারক। আর্দ্র-μান্তীয় জলবায়ুর এই দেশটিতে প্রাকৃতিকভাবেই আমরা পেয়েছি নদ-নদী, গহীন চিরসবুজ বন, ম্যানগ্রোভ বন, পাহাড়, সমুদ্র, হাওর, বাওড়, বিলসহ আরও অনেক প্রাকৃতিক সম্পদের আধার। সুপ্রাচীনকাল থেকেই এই প্রকৃতি যুগিয়ে আসছে আমাদের বেঁচে থাকার রসদ। প্রতিটি প্রতিবেশব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী হলো মানুষ। মানুষের সাথে একই ভূখন্ড, একই বনভূমি, একই জলাভূমি সমভাবে ব্যবহার করার কথা অন্যান্য উদ্ভিদ ও প্রাণীকূলের। কিন্তু সময়ের পরিμমায় মানুষের অত্যধিক চাহিদার কারণে বর্তমানে এক ধরনের সংকট তৈরী হচ্ছে। প্রতিবেশব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সেই সাথে যুক্ত হয়েছে জলবায়ুগত পরিবর্তনের বিরূপ প্রভাব যা পরিবেশের শৃঙ্খলে বিঘড়ব ঘটাচ্ছে। ‘বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশ’ শিরোনামের এই বইতে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আমাদের দেশের পরিবেশ ও বিভিনড়ব প্রতিবেশের বর্তমান অবস্থার কথা। এদেশের উল্লেখযোগ্য কিছু প্রতিবেশব্যবস্থার মৌলিক কিছু বিষয়বস্তু নিয়েই সাজানো হয়েছে এই বই। বইটিতে কোন্ প্রতিবেশে কি ধরনের উদ্ভিদ ও প্রাণীসম্পদ রয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেশে তাদের অবদান, সমস্যা ও তা সমাধানের অনেক বিষয়ও উঠে এসেছে।