ফ্ল্যাপে লেখা কিছু কথা বাংলা লোকগীতিকার ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। লোকগীতিকার ছত্রে-ছত্রে মানুষের সহজ, সরল, স্বাভাবিক, অনাড়ম্বর জীবনযাত্রার ছবি পাওয়া যায়। সামাজিক ইতিহাসের ক্যানভাসে নিম্নবিত্ত মানুষের বিমূর্ত কষ্টগুলো মূর্ত হয়ে ওঠে এক লহমায়, রাজনৈতিক ইতিহাসের ছোঁয়াও পাওয়া যায় ঢের। পালার কাহিনিগুলোর প্রতিটি চরিত্র যেন এক একটি জীবন্ত মানুষ হয়ে কথোপকথন করে পাঠকের সঙ্গে। মনে হয়, লোকগীতির পালাগুলি যেন সেলুলয়েডের পর্দার চলমান ছবি। লোকগীতিকার রচয়িতাগণের সার্থকতা এখানেই। রচনাকালের বিচারে লোকগীতিকা খুব বেশি পুরোনো সমাজের প্রতিচ্ছবি ধারণা না করলেও সামাজিক কাঠামোর ও ক্রিয়া বিনির্মানের যে ধারণা আমাদের দেয় তাতে সমাজ বীক্ষণে গবেষকগণ বিশেষভাবে উপকৃত হন নিঃসন্দেহে। লোকজীবনের সমাজ-ঘনিষ্ঠ বাস্তব জীবনের চিত্র পূর্ব্ববঙ্গে গীতাকায় প্রতিফলিত লোকজীবন শীর্ষক গ্রন্থের মূল বিষয়। পূর্ব্ববঙ্গ গীতাকায় বিধৃত বিভিন্ন সামাজিক বর্গ ও শ্রেণী-পেশার মানুষের সামাজিক জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক এই গ্রন্থের আলোচ্য বিষয়। এখানে বর্ণিত হয়েছে পূর্ব্ববঙ্গ গীতিকাঅয় উপস্থাপিত লোকসামাজে নারীর অবস্থান, সেকালের সমাজীবনে তাদের ভূমিকা ও জীবন-সংগ্রামের বিভিন্ন দিক। সর্বোপরি পূর্ব্ববঙ্গ গীতিকায় সংকলিত পঞ্চান্নটি গীতকার সংক্ষিপ্ত কাহিনি বর্ণিত হয়েছে এই গ্রন্থে।