ফ্ল্যাপে লিখা কথা মম আঁখি হতে সৃষ্টি জমিন জমিনা আসমান চন্দ্র সূর্য জগতের সব কিছু। ব্যক্তি তাই জগৎ সৃষ্টির উপায় এবং সে ব্যক্তি হলো সৃষ্টির মূল, তার সঙ্গে তুলনা চলে একটি বৃক্ষের সাথে। বৃক্ষ বীজ দিয়ে অন্য বৃক্ষ সৃষ্টি করে ডালপালা পাতা ফুল ফল দিয়ে বৃক্ষ জীবন সার্থক করে।
মানুষেরও তাই, ব্যক্তি জীবনকে তাই দেখি, ব্যক্তি থেকে সমষ্টি যাকে বলছি সমাজ। এই সমাজের সুন্দর রূপ হলো সংস্কৃতি। সংস্কৃতি থেকে জীবনের সুন্দর প্রকাশ ঘটছে, জ্ঞান-বিজ্ঞান এবং পৃথিবীর প্রগতি এগিয়ে চলছে। তাই মানুষের মনের সুন্দর প্রতিভার রূপ এমনি করে অর্জন করা যায়।
এখানে একজন ব্যক্তি জীবনের সাধ্য-সাধনা দিয়ে অন্য উৎকৃষ্ট কর্মচেতনাকে প্রত্যক্ষ করা যায়, নিজের যা ক্ষুদ্র অনুভূতি বা বৃহৎ আগ্রহ তাকে লক্ষ্য করা হয়েছে। বৃক্ষ যেমন ঝড় বৃষ্টিকে কিংবা আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়, জীবনের ক্ষতিগ্রস্ত রূপও অনুরূপ অবলোকন করা যায়। যা অন্য কোনো জীবনের দৃষ্টান্ত হয়ে যায় বা হয় না। লেখকের যেখানে ব্যর্থতা সেটা কোনো সার্থকতার ভিতর প্রকাশ পা্য়। সক্রেটিস একজন ব্যক্তি বটে কিন্তু তাঁর শিক্ষা ও জীবন আলো হয়তো- এ পর্যন্ত জীবন ও বিশ্বকে স্পর্শ করেছে, সেটাই ব্যক্তির শুভ শক্তি।
Shamsul Alam Sayed - (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।