ভূমিকা যেসব ছাত্র-ছাত্রীদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের প্রয়োজনের তাগিদে এই বইটি সাজানো হয়েছে, বিদেশী ইংরেজি শিক্ষার্থীদের মধ্যে সাধারণত যে ভুল করার প্রবণতা বেশি, সেই ভুলগুলোকে শুদ্ধ করতে সহযোগিতা করাই এই বইটির মূল উদ্দেশ্য।
এই বইটির সর্বত্রই একই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে, আলোচিত ভুলগুলোকে আলাদা করা হয়েছে কেননা, ছাত্র-ছাত্রীরা এগুলোকে শুদ্ধ করার পূর্বে চিনতে পারে এবং পরে শুদ্ধ রূপগুলোর বিকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে, সবশেষে নির্দিষ্ট ব্যবহারগুলোকে বিবেচনা করে, যেখানে প্রয়োজন সেখানে ব্যাখ্যা দেয়া হয়েছে। বইটির মূল বিষয় যেন ছাত্র-ছাত্রীরা এগুলোর বিকল্প হিসেবে উপস্থাপন সেখানে ব্যাখ্যা দেয়া হয়েছে। বইটির মূল বিষয় যেন ছাত্র-ছাত্রীদের মনে দৃঢ়ভাবে গেঁথে যায়, তা নিশ্চিত করতে বইটির শেষের দিকে অনুশীলনী সংযোজন করা হয়েছে।
সারগ্রন্থটি পরিপূর্ণ দাবি করছি না, তবুও যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয়েছে সেগুলো যথার্থ এবং উদাহরণগুলো হল, দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফলস্বরূপ বিদেশী ইংরেজী শিক্ষার্থীদের মাধ্যমে সচরাচর সৃষ্ট ভুলগুলোরই নমুনা।
Mr. W. H. G. Popplestone- এর প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি পাণ্ডুলিপিটি পড়েছেন এবং আমাকে বিভিন্ন মূল্যবান উপদেশ দিয়েছেন।
T. J. Fitikides
Contents * Misused Forms * Incorrect Omissions * Unnecessary Words * Misplaced Words * Confused words