ফ্ল্যাপে লিখা কথা এইচ. জি. ওয়েলস্ জন্ম ১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর। তিনি একজন বৃটিশ নাগরিক। একটি কমার্শিয়াল অ্যাকডেমিক লেখাপড়া করেন। হিসাবরক্ষন বিদ্যা বা বুককীপিং এ সার্টিফিকেট পান। ১৮৮৪-১৮৮৭ এ লন্ডনের রয়াল কলেজ অফ সায়েন্স পড়াশুনা করেন। পরে শিক্ষকতা পেশা গ্রহণ করেন ১৮৮৭ সালে । কয়েকটি বছর এভাবেই কাটান। ১৮৯০ সনে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রি পান। বিয়ে করেন দুবার। ১৮৯৩ সনে পুরোপুরি লেখক বনে যান। ব্যক্তিগত জীবনে ১৯২২ থেকে ১৯২৩ ইউনিভার্সিটি অফ লন্ডনের পক্ষে পার্লামেন্টের লেবার নির্বাচন প্রার্থী হন। ১৯০৩ থেকে ১৯০৮ পর্যন্ত ফেবিয়ান সোসাইটির সদস্য ছিলেন। ১৯৩৬ এ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডক্টরেট অফ লিটারেচার সম্মান লাভ করেন। ১৯৪৬ সনের ১৩ই আগস্টে লন্ডনের ইম্পিরিয়েল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানজনক সদস্যপদে থাকাবস্থায় তিনি মারা যান। উল্লেখযোগ্য রচনা -দ্য টাইম মেশিন, দ্য আয়ল্যান্ড অফ ডক্টর, মেরো, দ্য ইনভিজিবল ম্যান, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন, ইন দ্য ডেজ অফ দ্য কমেট ইত্যাদি অসংখ্য রচনা। তাঁর বিভিন্ন উপন্যাস গল্প চলচ্চিত্রে রূপ পেয়েছে। লেখকের ‘দ্য ল্যান্ড আয়রনক্ল্যাডস’ সায়েন্স ফিকশনটি প্রথম প্রকাশ হয় ১৯০৩ সালে ডিসেম্বর মাসে। লেখক তাঁর গল্পে আগামী দিনের যুদ্ধযান ট্যাঙ্কের একটি রূপক বর্ণনা দেন।