ফ্ল্যাপে লিখা কথা বাস্তবতাকে বর্ণনা করা হয় যখন, তখন তা আর বাস্তবতা থাকে না। বর্ণনা করতে গিয়ে আসলে বাস্তবতাকে নির্মাণ করা হয়। গোলকায়নের/ বিশ্বায়নের নাম করে পুঞ্জিভূত পুঁজি আর কেন্দ্রীভূত ক্ষমতা আন্তর্জাতিকীকরণের এই যুগপর্বে, ক্ষমতাশালী গুটিকয়েক রাষ্ট্র আর কর্পোরেশন মিলে যে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নির্মাণ করে; তাতে জ্ঞান-ক্ষমতা -সত্য পারস্পরিক সম্পর্কে জড়িয়ে থাকে। এই সম্পর্কসূত্র বিপন্ন করতে চায় সামগ্রিক মানুষের ভাষা-অধিকার। ছিনিয়ে নিতে চায় তথ্য অধিকার। মানুষকে করে তুলতে চায় পণ্যমোহাচ্ছন্ন, ক্ষমতা-অনুগত পরাধীন, ভোগবাদী। আরসব পরিচয় মুছে ফেলে স্রেফ ক্রেতা-বিক্রেতা পরিচয়ের মাঝে সীমাবদ্ধ করতে চায় তাকে।এভাবেই আমাদের সামনে হাজির হয় মার্কেট-মিডিয়া-মিলিটারি। যুগপর্বের ঐতিহাসিক বাস্তবতা । আবার এরই বিপরীতে থাকে মানুষের বিদ্রোহী চৈতন্য। প্রতিরোধের সহজাত বাসনা। নতুন মিডিয়ার গণতান্ত্রিক প্রাযুক্তিক-বৈশিষ্ট্য সেই প্রতিরোধ-বাসনার গায়ে হাওয়া লাগায়। রচিত হতে থাকে নতুন দিনের স্বপ্ন সম্ভাবনা।
মুক্ত মানুষের মুক্ত ভাষার মুক্ত মিডিয়ার মুক্ত সমাজ লেখকের স্বপ্ন। সেই স্বপ্নের পাটাতনে দাঁড়িয়ে লেখক চিহ্নিত করেছেন অবৈধ ক্ষমতাকে। সেই ক্ষমতা হিসেবে এবং সেই ক্ষমতার নির্মাণে মিডিয়ার ভূমিকাকে শনাক্ত করেছেন। খুঁজে দেখেছেন মানুষের উপর তার অভিঘাত। অন্যদিকে নয়া প্রযুক্তির নতুন মিডিয়াকে সাথে নিয়ে নির্দিষ্ট করেছেন মনুষ্য-প্রতিরোধের জমিন। সবমিলে ক্ষমতাশালীদের নির্মিত তৃতীয় দুনিয়ার বাংলাদেশ নামের এই জাতিরাষ্ট্রে বিরাজমান মার্কেট-মিডিয়া- মিলিটারির বাস্তবতা আর প্রতিরোধের পাল্টা বাস্তবতার স্বপ্ন-সম্ভাবনার অনুসন্ধান কার হয়েছে এই বইয়ের ছোট বড় ১৬ টি লেখায়।
রচনা-সূচি * গোলকায়নের এই যুগে জাতিরাষ্ট্রের ভাষা বনাম স্বাধীন চিন্তা * নারীর উপর ভাষিক আধিপত্য : প্রান্তে তাঁর পাল্টা ভাষা * ব্যান কালচার এবং সেক্যুলার রাষ্ট্রে গণতন্ত্রের চেহারা * নিরঙ্কুর রাষ্ট্র আর বন্ধ মঙ্গলধ্বনি * এসো বাংলাদেশ গড়ি : সেনা কর্পোরেট কর্তৃত্বের গাড়িতে চড়ে বাংলাদেশের নিও লিবারাল দুনিয়ায় ভ্রমণপর্ব * অস্ত্রধারী প্রথম আলো এবং সেনা কর্পোরেট সুশীল কর্তৃত্বের শপথ : আমাদের বদলে দেয়া আর বদলে যাওয়ার প্রশ্ন * শ্রমিক আন্দোলন ও মূলধারার মিডিয়া : গার্মেন্টস শ্রমিকের অসন্তোষ যখন প্রথম আলোর নৈরাজ্য * স্থানীয় সংবাদপত্রের পাঠক : স্বপ্ন-সম্ভাব্যতার নিরিখে * এমটি ( শূন্য) বাংলাদেশ নির্মাণপর্ব : সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয়তার প্রশ্নের বিবেচনায় টিফা-ট্রানজি-টাক্সফোর্স নিয়ে আলাপচারিতা * মার্কেট-মিডিয়া-মিলিটারি যুগের বাংলাদেশে মেসি-মনমোহন-মমতারা-কিংবা আমরা * মিডিয়াচারণ : কৃষ্ণকলির গান থেকে বিজ্ঞাপনে * সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক : নিও লিবারাল যুগের সম্পর্কের নেটওয়ার্ক * প্রথম আলোতে প্রকাশিত পিৎজা হাটের বৈশাখী বিজ্ঞাপন : পন্যযুগে মানবীয় সম্পর্কের পাঠ * ওবামা-ওসামা লাইভ সম্প্রচার : আরব জাগরণের সময় হত্যা-সংবাদ আর লাদেন-ভাইরাস! * মিডিয়ার গর্ভে ঐশ্বরিয়ার অনাগত ‘জমজ’ সন্তান * মৌমাছি আর এই যুগের মানুষেরা