ফ্ল্যাপে লিখা কথা সম্রাট শাহজাহান তাজমহল তৈরী করিয়া পৃথিবীতে অমর হইয়াছেন। পৃথিবীর মানুষ তাজমহলকে দেখিয়া তাহার প্রিয়তমাকে স্বরণ করিবে। আমি এই বইটি লিখিয়া দুনিয়াতে রাখিয়া গেলাম। পৃথিবীর মুসলমান এই বইটি আমল করিয়া তাহার প্রিয়তমাকে সালে লইয়া বেহেস্তে বসবাস করিবে ইনশাআল্লাহ্।
বই পরিচিতি দুনিয়ার মুসলমান বর্তমানে দুইভাগে বিভক্ত হইয়া গিয়াছে। একভাগ মুসলমান আল্লাহ্কে বিশ্বাস করে কিন্তু ইসলাম ধর্মের নিয়ম মানিয়া চলেনা। গুনাহ্ অপরাধ দুর্নীতি বেইমানী এবং আল্লাহ্র আদেশ অমান্য করে এবং অপর ভাগ মুসলমান আল্লাহ্র রসূলকে বিশ্বাস করে এবং ইসলাম ধর্মের আদেশ নিষেধ অনুশাসণ মানিয়া গুনাহ হইতে বিরত থাকিয়া সাধারণ জীবন যাপন করে। মুসলমান অনেক কাজকে গুনাহ্ নহে মনে করিয়া জ্ঞানের অজ্ঞতায় গুনাহ্ করিয়া ফেলে। কোন কোন কাজ করিলে মুসলমানের আমল নামায় গুনাহ্ লিখা হয় তাহা এই বইতে লিখা হইয়াছে। মুসলমানকে অবশ্যই এই সকল গুনাহ্ হইতে বিরত থাকিতে হইবে। মুসলমান কেন গুনাহ্ এবং অন্যায় অপরাধ করে ইহার গোপন রহস্য এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে। দুনিয়ার সকল মুসলমানকে এই রহস্যের কথা জানিতে হইবে। দুনিয়ার সকল কাজে আল্লাহ্তায়ালা মানুষের জন্য অনেক ছোয়াবের উপকরণ রাখিয়াছেন। কোন কোন কাজ করিলে মুসলমানের আমলনামায় বিশাল পরিমাণ ছোয়াব জমা হইবে তাহা এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে। মুসলামনকে বেহেস্তে যাইবার জন্য এই সকল ছোয়াবের কাজ অবশ্যই পালক করিতে হইবে। বর্তমান সময়ে মুসলমানের ঈমান আল্লাহ্ এবং রাসূলের জন্য মজবুত হইবে। বর্তমান দুনিয়াতে মুসলমান কতটুকু মনের শান্তিতে আছেন। শুধুমাত্র দুনিয়াবী ধন-সম্পদ আরাম আয়েশের সূ-ব্যবস্থা এবং পার্থিব চাহিদা, প্রয়োজন এবং সমস্যাদি সমাধান হইলেই মানুষের মনে স্থায়ী শান্তি আসিতে পারেনা। মানুষ বাহ্যিক সুখের জন্য অনেক কষ্ট করে। আমরা দুনিয়াতে মনের শান্তির জন্য কোটি টাকা খরচ করিয়া যত চেষ্টাই করি কিন্তু সবকিছু শুধুমাত্র সামান্য সময়ের জন্য কারণ এই দাবি-দাওয়া চাহিদা পূরণ বা শান্তির ব্যবস্থা মানব দেহের বাহ্যিক অংশগুলির জন্য। ইহাতে মনের শান্তি আসেনা। মুসলমান শুধুমাত্র সঠিক কোর্আনের জ্ঞানের অজ্ঞতার কারণে এবং সঠিক এবাদত না করিবার কারণে আমরা কোনদিনই মনে শান্তি আনিতে পারিবোনা। আমরা মানুষ সাধারণত জীবন রক্ষার জন্য রক্ত পিপাসু জীব জানোয়ার বন্য জন্তু এবং অন্যান্য শত্রুদের করল হইতে বাচিবার পন্থা আবিষ্কার করিয়াছি কিন্তু মানব শরীরের ভিতরে এই মনের শান্তির শত্রু হইতে রক্ষার পন্থা অনেক মুসরমানই জানেনা। মানুষের মনে শান্তি আসিবার জন্য আল্লাহ্ প্রদত্ত বিধান এবং বিশেষ আমলের বিবরণ এই বইতে লিখা হইয়াছে। দুনিয়ার সকল মুসলমানকে মনের শান্তির জন্য এই বিশেষ আমলটি অবশ্যই করিতে হইবে অন্যথায় দুনিয়ার মুসলমানের মনে স্থায়ী শান্তি আসিবেনা। বিদ্যা এবং জ্ঞান এক বিষয় নয়। বিদ্যান মুসলমান এবং জ্ঞানী মুসলমান সমপর্যায়ের নয়। ঈমান এবং মুসলমান এক কথা নয়। ঈমাণ এবং আমল এক বিষয় নয়। ঈমান আসলে বিদ্যা এবং জ্ঞানের বিশেষ বিবরণ এই বইতে লিখা হইয়াছে। মুসলমান এবং আরেক ভাগ নকল মুসলমান। এই আসল মুসলমান এবং নকল মুসলমানকে ইহা বুঝিতে হইবে। এই দুনিয়াতে সকল মুসলমান একভাগ আসল আর আরেক ভাগ নকল মুসলমান। এই আসল মুসলমান এবং নকল মুসলমানের বিবরণ এই বইতে লিখা হইয়াছে। মুসলমান যেইভাবে জীবন যাপন করিতেছে ইহাই জীবন নয়। ইহা কয়েক দিনের জন্য । আসল জীবন বেহেস্তে। দুনিয়ার সকল মুসলমান আশা করে মৃত্যুর পর তাহারা বেহেস্তে থাকিবেন। সকল মুসলমানই তাহার পরিবারসহ বেহেস্তে যাইতে চান। কিন্তু মুসলমান কিভাবে বেহেস্তে যাইবেন। আল্লাহ্র শরিয়তের বিদান অনুযায়ী বেহেস্তে যাইবার জন্য আমলানামায় অনেক ছোয়াব জমা থাকিতে হইবে। মুসলমান তাহার সারা জীবনে যত ছোয়াবের আমল জমা করেন তাহার সারা জীবনের গুনাহের কারণে সকল ছোয়াবের আমল ডিলেট হইয়া যায়। কারণ মুসলমান প্রতি মুহূর্তে গুনাহ্ করিতেছে। যেই মুসলমান এই বইটি সঠিক ভাবে প্রতিদিন মানিয়া চলিবে এবং আমল করিবে সেই মুসলমানের সকল আমলের ছোয়াব এমনভাবে বৃদ্ধি পাইবে যেন কোন গুনাহের পরিমাণ তাহার ছোয়াবের আমলকে ডিলিট করিতে পারিবেনা। মুসলমান তখন তাহার আমলনামায় বিশাল ছোয়াবের ভান্ডার লইয়া অনায়াসে কবর হাসর পার হইয়া বেহেস্তে যাইতে পারিবেন ইনশাআল্লাহ্। বইখানি আল্লাহর রসূলের কোরআন হাদিসের ভাবধারায় লেখা হইয়াছে। দুনিয়ার সকল মুসলমান নরনারী এই মূল্যবান বইটি জীবনের শেষ দিন পর্যন্ত কাছে রাখিবেন এবং আমল করিবেন। বাংলাদেশের প্রতিটি মুসলমান এই বইটি মানিয়া চলিলে এবং আমল করিলে শরীরের এনাটমি সিস্টেমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইবে। মনে আসিবে শান্তি । অন্তরে থাকিবেনা কোন অপরাধ দুর্নীতি অত্যাচার ব্যাভিচার জুলুম সন্ত্রাস হত্যা নারী নিপীড়ন নির্যাতন। মুসলমানের মাঝে থাকিবেনা কোন গুনাহ্ এবং পাপ। শুধু থাকিবে মানুষের জন্য ভালোবাসা দেশের জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। বাংলাদেশ হইবে একটি সুখের দেশ সোনার দেশ।
সূচি * মাতাপিতার কবর, * বাস্তব উদাহরন, * কবরের ছামানা, * নেক্কার সন্তান, * কোরআনের হাফেজ, * দুনিয়ার সময়, * মেডিটেশনের ৩৩ গুন, * মেডিটেশন কেন, * নবীজির সাহাবা, * চরিত্রহীনার বেহেস্ত, * ৬০০ বছরের এবাদত, * নাফরমানের বেহেস্ত, * কাগজে আল্লাহ্র নাম, * সঠিক নামাজ, * এবাদত দুই প্রকার, * উপরে ও নিচের রহমত, * নারীর পর্দা রহস্য, * বেহেস্তের চাবি, * আসমানের ছাদ, * ঘন্টায় ছয়লক্ষ মাইল, * আল্লাহ্র শুকরিয়া, * গুনাহের কাফ্ফারা, * সফরের ছামানা, * কম সন্তান গ্রহণ, * কোটিপতী এবং ভিখারী, * বিজ্ঞানী গ্যালেলীও, * আমরা মূর্খ এবং অজ্ঞ, * আল্লাহ্ পৃথিবীতে আসেন, * দায়েমী সালাত, * রহমতের চাদর, * নবীজির মোজেযা, * ১৭ বছর মেডিটেশন, * বিশ্বাস ও কামেলিয়াত, * মানুষ হইতে বানর, * যেই কাজে গুনাহ হয়, * নামাজে মোবাইল, * স্তনের সাল দুধ, * সুদের টাকা, * মানুষ হত্যা, * আত্মহত্যা, * ইবলিশের কাজ, * পুরুষের চোখের আগুন, * বিউটি পার্লারে কেন, * নারীর নাচন, * নারীর সৌন্দর্য্য, * নারী দেহের সূগন্ধ, * ইভটিজিং, * গলায় টাই ঝুলানো, * বৃদ্ধাশ্রম সাবধান, * সিগারেট ও মাদকে মৃত্যু, * ধর্মীয় আনুগত্য, * গরুর দুধের রহস্য, * ডিস কানেকশন, * মিথ্যা কথা বলা, * আখেরী জমানা, * বিদ্যা এবং জ্ঞান, * আমরা চতুস্পদ তুল্য, * আয়নায় নিজের চেহারা, * বই পড়িয়া অহংকার, * পন্ডিতের নৌকা ভ্রমণ, * ছাগলের দাড়ী, বান্দার জ্ঞান নবীর জন্য, * আল্লাহ্ কাহার সাথে থাকে, * আল্লাহ্র নিজের এবাদত, * দরুদের ফজিলত, * দরুদের বরকতের হীরা, * দরুদের হাফেজ, * দরুদ কখন পড়বেন, * মৌচাক ও মধুর রহস্য, * নবীর প্রেমে দাত ভাঙ্গা, * নূরে মোহাম্মদী, * নবীজির রূহ্ মোবারক, * নবীজির সেক্রেটারিয়েট, * নবীজিকে ছালাম, * নবীজির মাধ্যমে পেয়েছি, * মেরাজে মোহাম্মদ, * সন্মান বিষর্জন, * বিধবা সৈয়দা মহিলা, * নওফেলের কন্যা মরিয়ম, * নারীর মর্যাদা, * কোরআনে রসূলের আয়াত, * নবীজির গুনাবলী, * সবার উপরে ১৯ রহস্য, * কোন কাজে সওয়্যাব হয়, * সকল রোগের মহৌষধ, * জমজমের রহস্য, * আপ্যায়ন এবং বরকত, * দাওয়াত খেয়ে দোয়া, * হোটেলে চাইনীজ খাওয়া, * ঈদের নতূন কাপড়, * অবশিষ্ট খাদ্য, * কায়লুলা করা, * প্রতিদিন তওবা, * সবরের পুরষ্কার, * বিপদের দোয়া, * রহমতের বৃষ্টি, * ছালামের হাকিকত, * টেলিফোনে হেলো, * হাঁচিতে রোগমুক্তি, * লোভ সাবধান, * দুনিয়া বেহেস্ত একসাথে, * আল্লাহ্কে কর্জ দান, * রোগ মুক্তির দোয়া, * জীবন সূরক্ষার দোয়া, * মহরম মাসের রোজা, * নও মুসলিমের জন্ম, * রজব মাসের রোজা, * জিলহজ্জের রোজা, * দরূদে তাজ, * নামের জিকির, * বেহেস্তে ঈদ, * আরবী ভাষা, * কবরের সামনে, * নামাজের কাতার, * পাক পান্জাতন, * হযরত মা ফাতেমা, * মৃত মাতাপিতার আগমন, * কাবার বন্ধু, * আল্ কোর্আন * মিষ্টি দোকান, * আরবী মাসের গননা, * নববর্ষ পালন, * দাড়ীর রহস্য, * মেছওয়াকের রহস্য, * জুমার নামাজ, * আজানের পরে দোয়া, * ক্রোধ হইলো আগুন ...... ইত্যাদি