"সাইমুম সিরিজ ৪৪ : ব্ল্যাক ঈগলের সন্ত্রাস" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ আহমদ মুসা ব্যাংককে পা দিয়েই পড়ে গেল ক্রসফায়ারের মধ্যে।... পুলিশ কাস্টোডি থেকে জাবের জহীর উদ্দিন কিডন্যাপড হওয়ার ঘটনা স্রোত আহমদ মুসাকে ‘হিরাে’তে পরিণত করল।... থাই সহকারী গােয়েন্দা প্রধান পুরসাত প্রজাদীপক আহমদ মুসার বন্ধুতে পরিণত হলাে। কিন্তু জাবেরকে নিয়ে গেল সন্ত্রাসীরাই। এই ঘটনা পাত্তানীর শাহ পরিবার ও পাত্তানী মানুষের সংকট আরও বাড়িয়ে দিল। শাহ পরিবার ও পাত্তানীদের বাঁচানাে সম্ভব শুধু সন্ত্রাসীদের পাকড়াও ও তাদের পরিচয় উম্মােচনের মাধ্যমেই। আহমদ মুসা কাজে অগ্রসর হয়ে দেখল বিদেশীদের দ্বারা পরিচালিত ব্ল্যাক ঈগল’ ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। এদের খোঁজে নেমেই সুলতান গড়ে শাহ পরিবারের এক মহাসংকট মুহূর্তে দেখা হলাে শাহজাদী যয়নব যােবায়দার সাথে এবং ফরহাদ ফরিদ উদ্দিনের সাথে। ঘটনার গভীর স্রোতে হাবুডুবু অবস্থা হলাে আহমদ মুসার । মরিয়া এক শত্রু ‘ব্ল্যাক ঈগল’-এর ষড়যন্ত্রের মোকাবেলা কি করতে পারবে আহমদ মুসা? পারবেন কি তিনি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসতে এবং সবাইকে মুক্ত করতে? এরেচেয়েও বড় কথা- শত্রু ‘ব্লাক ঈগলে’র শক্তি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে আহমদ মুসার?
দেশের অন্যতম জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম সিরিজ’ হলো লেখক আবুল আসাদ এর বই। এই একটি বাক্যই যথেষ্ট প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবুল আসাদকে পরিচিত করিয়ে দেবার জন্য। গুণী এই লেখক ও সাংবাদিক ১৯৪২ সালের ৫ই আগস্ট রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। সে সূত্রে পারিবারিকভাবেই তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন। মেধাবী ছাত্র আবুল আসাদ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে এম.এ পাস করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। রাজশাহীর একাধিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ১৯৭০ সালে দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যে পদে তিনি আজও কর্মরত আছেন। আবুল আসাদ এর বই সমগ্র পাঠকদের কেবল আনন্দই দেয় না, বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনও করে। বিশেষ করে সাইমুম সিরিজের প্রকাশিত ৬১টি বই কেবল থ্রিলারই নয়, এগুলো ইসলামিক ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির পাঠও। সাইমুম সিরিজ ছাড়াও আবুল আসাদ এর বই সমূহ এর মাঝে আছে ‘কাল পঁচিশের আগে ও পরে’, ‘আমরা সেই সে জাতি’ (৩ খণ্ড) ‘সময়ের সাক্ষী’ এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। গুণী এ লেখক তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একাধিকবার গ্রেফতার হয়েছেন।