ফ্ল্যাপে লিখা কথা কথা এবং শব্দের মায়াজাল কখন আমার উপর ভর করেছিল সময়টা মনে পড়ে না। তবে পাঠ্য বইয়ের কিছু কবিতা মুখস্ত হয়েছিল এবং বিশেষ বিশেষ মুহূর্তে নিজের কান কবিতার শব্দগুলো নিজেই আবৃত্তি করে শুনতাম। জন্ম নিয়েছিল শব্দ চর্চা এবং শব্দের মাদকতা। সেই থেকে ধ্বনি এবং শব্দের প্রভাব সম্পর্কে মনের মধ্যে ঔৎসুক্য তৈরি হল। বিভিন্ন শব্দের অর্থের চাইতে শব্দের দ্যোতনায় বিস্মিত হলাম।
‘কোজাগরি জোছনা’ শব্দটা প্রথম যখন কবিতায় পড়লাম, তখন একটা অভিনব জোছনা আলোকে উদ্ভাসিত রাতের ছবি মনের মধ্যে গেঁথে গেল-অবচেতন মনের উপর ধ্বনি এবং শব্দের সাংস্কৃতিক চিত্রকল্প আমার চেতনাকে আছন্ন করলো । সেই থেকে এক দুলাইন করে হাঁটি হাঁটি পা পা মনের মধ্যে কবিতার আনাগোনা । নিউইয়র্কে সাহিত্য আমোদী বন্ধুদের ও কবি শহীদ কাদরীর উৎসাহ এবং প্রেরণা আমাকে অপরিসীম সাহস ও শক্তি জুগিয়েছে। ঢাকার বন্ধু কবি শামীমা সুমির দক্ষ ব্যবস্থাপনা এবং ঐকান্তিক প্রচেষ্ঠায় আমার এই কবিতার বইয়ের প্রকাশনা সম্ভব হলো । অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের হৃদয়নিসৃত শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।
সূচি * বিপন্ন বাসনা * যদি ভাঙ্গতে পারো * কবিরাই শুধু ভালোবাসে * একরত্তি দেশ * ভবিষ্যৎ মৃত্যুরই নামান্তর * কবিতা * অপেক্ষায়, কষ্টে, তোমাকে * বিষ * ক্ষমা * অপরাধ-১ * অপরাধ-২ * অপরাধ-৩ * আজন্ম পাপ * চলমান * দিনরাত্রি * হৃদয় সৈকতে * দুই শূন্য শূন্য দুই * আলিঙ্গন * বড় হই নি-চাই নি * কি যেন হয় * হিসাব চাই * ফিরে দেখা * দুঃখের খেলা * ভাসমান * ভেবেছিলাম * তারার রাতে নদীর পারে * রায়হানের সময় * স্বপ্নশহর * ইরাণী গোলাপ * শোকসভা হোক নদীর জলে * আমার আমিকে * বাংলাদেশ * এককাপ গল্প * সঙ্গমের দরপত্র
কবি ইকবাল হােসেন কাব্যিক প্রতিভায় এক অনন্য নাম। ১লা মার্চ, ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম এ.বি.এম. হানিফ মণ্ডল, মাতা: মােছাম্মৎ রাজিয়া সরকার, গ্রাম: সােনাকর, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর। কিশাের বয়স থেকেই তিনি কবিতা, গান ও ছােটগল্প লিখতে শুরু করেন। বিভিন্ন দেয়াল পত্রিকা এবং দৈনিক পত্রিকায় তার অসংখ্য কবিতা ও বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। CG তিনি শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি, শ্রীপুর ডিগ্রি কলেজ । থেকে এইচ.এস.সি. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে। সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাছাড়া তিনি ব্যাংকিং যােগ্যতা সনদ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড-এর টঙ্গী শাখা, গাজীপুরের । ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হিসেবে কর্মরত আছেন। অবসরে । ভ্রমণ করা, দাবা খেলা, গান ও লেখালেখি করা তার শখ। ইতােপূর্বে তার দুটি কবিতার বই-‘নীলা’ ও ‘মায়াজাল’ এবং একটি উপন্যাস ‘ষােল বছর । পর' প্রকাশিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০১৪, এবং নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক-২০১৫ লাভ করেন। কত কথা মনে’ কাব্যগ্রন্থ তার চতুর্থ সাহিত্য প্রকাশনা। আমরা এই প্রতিভাবান কবির জীবন সাফল্য কামনা করি।।