কর্পোরেট পত্রিকার এপ্রিল সংখ্যার প্রধান প্রতিবেদন হল ৪০ হাজার টাকার নিচে ১৭টি কম দামের ল্যাপটপ ল্যাপটপ বা নেটবুকের বাজারে ব্র্যান্ডের অভাব নেই। আমাদের দেশেও বিশ্বসেরা প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ বা নেটবুকই পাওয়া যায়। ব্র্যান্ডের ক্ষেত্রে ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারের মতো আমাদের দেশেও এগিয়ে রয়েছে ডেল, এইচপি, ফুজিৎসু, আসুস, এসার, স্যামসাং এবং তোশিবা। নামি-দামি এসব ব্র্যান্ডের ল্যাপটপ এবং নেটবুক পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারে। তবে একটা বিষয় লক্ষণীয়, প্রযুক্তি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাতে করে দিন দিন কনফিগারেশনের দিক থেকে এগিয়ে যাচ্ছে এসব ল্যাপটপ কিংবা নেটবুক। তাই সময়ের সাথে সাথে আরও উন্নত কনফিগারেশনের ডিভাইস আসছে বাজারে। তাতে করে এসব ডিভাইসের দামটাও চলে যাচ্ছে নাগালের বাইরে। তবে আতংকিত হওয়ার কিছু নেই। প্রযুক্তি বাজারকে অনেকটাই বলা যায় সব ধরনের ক্রেতার জন্য উš§ুক্ত। প্রযুক্তি বাজারে যেমন কেবল স্মার্টফোনই রয়েছে ৬০/৭০ হাজার টাকা দামের, তেমনি ৪০ হাজার টাকার নিচেও রয়েছে মোটামুটি ভালো মানের ল্যাপটপ কিংবা নেটবুক। নানা ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখেই এসব পণ্যের দামে রয়েছে দারুণ বৈচিত্র্য। বাংলাদেশের প্রযুক্তি বাজারে ক্রেতাদের অন্যতম মূল একটি নির্ধারক বিষয় হচ্ছে বাজেট। আমাদের দেশে যারা আইটি পণ্যের বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট, তারা সেটা জানে বলেই এই বৈচিত্র্যময় দামের ল্যাপটপ এবং নেটবুক বাজারে বেশ সহজলভ্য। নিচে এই ধরনের কিছু ল্যাপটপ এবং নেটবুকের পরিচিতি তুলে ধরা হলো। এ ছাড়াও রয়েছে ঢাকার গুগল বিজনেস গ্র“পের শিক্ষা ও অনলাইনভিত্তিক সহায়তা। ইন্টারনেটের ভার্চুয়াল জগতের বাইরেও সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গুগল পৃথিবীজুড়ে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। আধু