বর্তমান যুগে প্রযুক্তির এবং আধুনিক উন্নত প্রযুক্তির প্রয়ােগ ছাড়া উৎপাদন ও মেধাখাতসহ সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থার নিরিখে উন্নয়নে প্রযুক্তির যথাযথ প্রয়ােগ প্রয়ােজন। প্রকৃতপক্ষে রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির ইতিবাচক সম্পৃক্ততা ও সহযােগিতার মাধ্যমেই একটি দেশের উন্নয়ন সম্ভব। সুতরাং এই তিনটি ক্ষেত্রের মধ্যে যে স্বাভাবিক সংযােগ রয়েছে, তার গুরুত্ব অস্বীকার করা যায় না। একজন রাজনীতিক যদি আধুনিক প্রযুক্তি সম্বন্ধে উদাসীন থাকেন, তবে আধুনিক রাজনীতিক হিসেবে তাঁকে গণ্য করা যায় না। তিনি যদি সরাসরি প্রযুক্তির সাথে সম্পর্কিত নাও হন, তাহলেও অর্থনীতি যে এখন রাজনীতিকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে তার মাধ্যমে তিনি আধুনিক প্রযুক্তির প্রকৃতি ও গুরুত্ব বুঝে নিতে পারেন। প্রযুক্তির প্রসার ও উন্নয়ন রাজনৈতিক অনুকূলতার ওপর নির্ভরশীল, তবে তার প্রায়ােগিক নির্ভরশীলতা অপরিহার্যভাবে একটি দেশের অর্থনীতি কেন্দ্রিক। অর্থনীতি যেমন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তেমনি রাজনীতিও অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে। আসলে উভয়েরই নিয়ন্ত্রক দেশের সামাজিক সচেতনতা, যা আবার ইতিবাচক দিক থেকে আধুনিকতা দ্বারা প্রভাবিত। এই আধুনিকতা এখন প্রযুক্তি-নির্ভর। আধুনিক সমাজের উৎপত্তি ঘটিয়েছে প্রযুক্তি-নির্ভর উৎপাদনশীলতা। সব মিলিয়ে দেখা যায় উৎপাদন-প্রক্রিয়াই নিয়ন্ত্রণ করে দেশের সামাজিক অবস্থা। এই প্রক্রিয়ার উন্নয়ন দেশের সর্বশ্রেণীর কল্যাণের জন্য সম্ভব করে তােলা এবং তা থেকে। যথাযথ সুফল প্রাপ্তির দায়িত্ব যেমন রাজনীতিক ও অর্থনীতিবিদদের, তেমনি প্রযুক্তিবিদদেরও। প্রযুক্তির প্রসার ও প্রয়ােগ নির্ভর করে সামাজিক চাহিদার ওপর। এই চাহিদা জন্ম দেয় দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে সচ্ছল ও উন্নততর জীবন যাপনের আগ্রহ। একেই বলা হয় উন্নয়ন-মনস্কতা, ইতিবাচক রাজনীতি যার ধারক-বাহক।বাংলাদেশের মতাে দরিদ্র দেশে উন্নয়ন-মনস্কতার যে অভাব রয়েছে, তা মােটেই বাঞ্ছনীয় নয়। আধুনিকতার অনুপ্রবেশের অভাবেই এটা হয়েছে। একে দূর করতে হলে যেমন প্রয়ােজন শিক্ষার প্রসারের, তেমনি উন্নয়নমুখী রাজনৈতিক সচেতনতার। এর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড যদি এগিয়ে যায়, তবে আধুনিক প্রযুক্তির প্রয়ােগও অবশ্যম্ভাবী হয়ে ওঠে।প্রযুক্তির অর্জন ও প্রয়ােগ বাংলাদেশে খুবই নিম্নস্তরে রয়েছে। প্রগতিশীল এবং দেশােপযােগী অর্থনীতিও সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অথচ উন্নয়নের বুলি শােনা যাচ্ছে খুবই। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এই বাক্যটি, প্রযুক্তি সম্বন্ধে যাঁদের ধারণা নেই, তাঁরাও বলেন। এক অর্থে এটা সুখকর, অন্তত প্রযুক্তির অপরিহার্যতা স্বীকার করে নেয়া হচ্ছে।