“হিসনুল মুসলিম " বইটির ভূমিকা থেকে নেয়াঃ নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তারই নিকট সাহায্য প্রার্থনা করি, তারই নিকট মার্জনা ভিক্ষা করি। আমরা আমাদের হৃদয়ের দুষ্ট প্রবৃত্তিসমূহ হতে ও আমাদের মন্দ আমলগুলাে হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে তিনি বিপদগামী করেন তাকে সৎপথে আনার মত কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের যোেগ্য কোন মাবুদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, আমি আরাে সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর প্রতি, তার বংশধর, মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি। যেন তাঁর উত্তম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলীর মাধ্যমে এই আমল তাঁরই জন্য খালেস করে নেন, আর এ দ্বারা যেন তিনি আমাকে আমার জীবনে এবং মরণে উপকৃত করেন, আর যে ব্যক্তি এ বইখানা পড়বে অথবা ছাপাবে অথবা এর প্রচারের কারণ হবে তাকেও যেন তিনি উপকৃত করেন। নিশ্চয় তিনি অতি পবিত্র, এর অভিভাবক ও এর ওপর ক্ষমতাবান। দরূদ ও সালাম আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে তাদের ওপরও।