ভূতের বাচ্চা কটকটি বইয়ের সামারিঃ বইটি মুলত ভূতের বাচ্চা কটকটি ও মানুষের বাচ্চা টিটন ও মিলিকে নিয়ে। টিটন ও মিলি কটকটি কে তাদের বাসায় নিয়ে আসে, বাসায় এসেই সে অদ্ভুত সব কাজ করতে থাকে পড়তে হবে শুনে কটকটি উপর থেকে লাফিয়ে লাফিয়ে পড়তে থাকে। কটকটি কে খেতে দিলে সে খাবার ও থালা সব ই কচমচ করে খেয়ে ফেলে। খুবই মজার একটা বই, সাথে রঙিন ছবিও আছে। সাথে কিছু শিক্ষণীয় বিষয় ও পাওয়া যাবে।আপনার ছোট সোনামণিটি যদি হয় ৩-৫ বছরের তাহলে নিস্বন্দেহে তাকে এই বইটি কিনে দিতে পারেন, বাসায় নিজে তাকে পড়ে শোনাতে পারেন বাচ্চারা খুব আনন্দ পাবে। ফ্ল্যাপে লেখা কিছু কথা মিলি আর টিটন অবাক হয়ে দেখল কটকটি টেলিভশনের ভিতরে ডাকাত দুজনের সাথে মারপিট শুরু করেছে। চিৎকার চেঁচামেচি ধুমধাম শব্দ শুনে কানে তালা লেগে যাবার অবস্থা। আব্বু আর আম্মু ছুটে এলেন, জিজ্ঞেস করলেন, “কী হয়েছে? কী হয়েছে?” মিলি বলল, “কটকটি টেলিভশনের ভিতর ঢুকে ডাকাতদের সাথে মারপিট করছে। ডাকাতেরা তাকে আচ্ছা মতোন পেটাচ্ছে।” আব্বু বললেন, “সর্বনাশ! এখন কী করা যায়?” টিটন বলল, “চ্যানেল বদলে দিই!” সে দৌড়ে চ্যানেল বদলে দিতেই সেটা হয়ে গেল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। সেই চ্যানেলে তখন দেখাচ্ছিল একটা রয়েল বেঙ্গর টাইগার। সেই বাঘটা কটকটিকে দেখে তার ওপর লাফিয়ে পড়ল, কটকটি তখন চিৎকার করে বলল, “ও বাবা গো! খেয়ে ফেলল গো!”