"আমার প্রতিবেশী ও অন্যান্য গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা: ছােটগল্পকার হিসেবে বিশ্বখ্যাতি অর্জনকারীদের মধ্যে মম, জয়েস, লরেন্স, গ্রীন, হেমিংওয়ে এবং কাফকা অবশ্যই অনন্য। যদিও কাফকার ছােটগল্পগুলাে আদৌ গল্প কি না তা নিয়ে তাঁর নিজেরই ঘাের সন্দেহ ছিল। জমপেশ কাহিনী হয়তাে তাঁর গল্পে নেই, কিন্তু যে গভীর অনুভূতি ও আত্মােপলব্ধির এক অচেনা জগৎ তিনি পাঠকের সামনে হাজির করেন তা কখনাে কখনাে অতিপ্রাকৃত মনে হয়। কিন্তু পরিশেষে তা পাঠককে রূঢ় বাস্তবের আর একধাপ কাছে। নিয়ে আসে। আর এখানেই তাঁর গল্পের অসাধারণ। নাদিন গাের্দিৰ্মরের অতি-পরিচিত থিম বর্ণবাদ তার এই গল্পের বিষয়বস্তু না হলেও একটি নিগ্রো পরিবারের মানবিক সমস্যার মন ছুঁয়ে যাওয়া বর্ণনা আছে। এই সংকলনে এঁদের সাথে স্বল্প পরিচিত ড্যান জ্যাকবসন ও ফ্রাঙ্ক ও কোনরের দুটি গল্প স্থান পেয়েছে যা শিশু মনস্তত্ত্বের এক অতুলনীয় অনুভবের উন্মােচন । ঔপনিবেশিক শাসনের অবসান হলেও প্রাচ্যের মানুষদের প্রতি প্রতীচ্যের অবজ্ঞাসূচক মানসিকতার কোনও পরিবর্তন আসেনি রুশদীর গল্পে তাদের সেই চিরচেনা চেহারাটি একটু অন্যভাবে ধরা পড়েছে। মূলত কবি হলেও ছােটগল্পে পাঠক ধরে রাখার ক্ষমতা টেড হিউজের ছিল তার প্রমাণ মিলবে এই সংকলনে স্থান পাওয়া তাঁর গল্পে।