ফ্ল্যাপে লিখা কথা ‘ভৈরব’ উপন্যাসের মহাকাব্যিক লক্ষণ ফুটে ওঠে, এর প্রধান চরিত্র মুন্সি হায়দার আলি ভৈরবের অবিস্মরণীয় চরিত্রটির জন্য । দৈহিক সৌন্দর্যে ও বলিষ্ঠতায়, দেশপ্রেমের গভীরতায়, প্রেম ও ভালোবাসার অনুভূতিতে, চারিত্রিক দৃঢ়তায় , সমাজ সংস্কারের ব্রতে, গোঁড়ামির বিরুদ্ধে অবস্থানে, অপত্যস্নেহের প্রকাশে সর্বোপরি মানবপ্রেমের সহজাত প্রবৃত্তিতে ভৈরব এক বিচিত্র প্রমেথিয়ান চরিত্র । তার স্ত্রী ও একালের প্রেমিকা শিউলি বলেছেন, ভৈরব যখন আসতেন তার সঙ্গে দেখা করতে, তখন যেন ঘরে ষাটটি উজ্জ্বল আলো জ্বলে উঠত।
উপন্যাসটির কাহিনীকাল প্রায় ৭৩ বছরের, সেখানে ভৈরবই অস্তিত্বমান রয়েছেন ৭১ বছর। ১৯৭১ সালটি এ উপন্যাসের কাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এই কারনে যে, পাকিস্তান আর্মিরা এলাকার রাজাকার কমান্ডার খালেক ও তার ভাই মসজিদের ইমাম মালেকের দ্বারা প্ররোচিত হয়ে তার কন্যা ও নাতনিকে ধর্ষণ করার পর হত্যা করে। ভৈরব ঠিক তার অব্যবহিত পরে ঘটনা সম্পূর্ণ জানতে পেরে, ইমাম মালেকের মস্তক কুঠোরের আঘাতে দ্বিখণ্ডিত করে আর বলে, ‘এই নে তোর পাকিস্তান দুই ভাগ করে দিলাম’।
যিনি ইংরেজের গোলামি করবেন না বলে স্কুল থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন । যিনি মুক্তিযুদ্ধে সময় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে সতর্ক করে দিয়েছিলেন যে, সব মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়।
ব্যক্তিগত শৌর্যের কারণে যিনি বাঘের সঙ্গে যুদ্ধ বাঘটি মারতে সক্ষম, তেমনি বিংশ শতাব্দীর শুরুতে অতি রক্ষণশীল মুসলমান সমাজের অর্গল ভেঙে তার প্রণয়িনী শিউলির সঙ্গে নানা বিস্ময়কর অভিসারে সাহসের পরিচয় দেন। তেমনি আবার সমাজের দুষ্কৃতকারী ও অিপরাধীদের দমনে তিনি তার আবাল্য সহচর খোকন ও দুলাল-যারা আবার নিজেরা সমকামী, তাদের কথা এবং সমাজের নানা যৌন বিকারের চিত্র উপন্যাসটিতে খোলাখুলিভাবে তুলে ধরেন। যেগুলোর প্রতি ভৈরবের কৌতুকপূর্ণ ও তির্যক দৃষ্টিভঙ্গি উপন্যাসটির কাহিনীর আরেকটি শক্তিশালী দিক। ভৈরবের সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি এবং অভিযান পরিচালনা খানিকটা মারিও পূজার গডফাদার উপন্যাসের ডন কোরিওলনি চরিত্রটির কথা মনে করিয়ে দেয়। পার্থক্যটা হলো পূজার মধ্যে কৌতূকপূর্ণ ও বক্র দৃষ্টিভঙ্গির উপস্থিতি নেই, কিন্তু কাজী শাহেদ আহমেদ কৌতুক রসে পরিপূর্ণ।
কাজী শাহেদ আহমেদের জন্ম ১৯৪০ ইং, যশোরে। ইঞ্জিনিয়ারিং পাশের পর ১৪ বছর আর্মিতে। বাংলাদেশ মিলিটারী একাডেমীর প্রতিষ্ঠাকালীন প্ল্যাটুন কমান্ডারদের একজন। ১৯৭৯ সালে শুরু ব্যবসায়ী জীবন। প্রকাশক খবরের কাগজ ও আজকের কাগজ। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা। অলাভজনক উদ্যোগের মধ্যে আছে- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউণ্ডেশন। লেখকের অন্যান্য বই- ঘরে আগুন লেগেছে (১ম প্রকাশ ১৯৯৫ এবং ২য় প্রকাশ ২১ শে বইমেলা, ২০০২)।