ঋত্বিক আর সত্যজিত, এই দুইয়ের মধ্যে দিয়ে বাংলা সিনেমার যে যাত্রা, সে যাত্রা ভিন্ন পথের ও বটে। দুজনের ভাবনা, দুজনের বলার ধরন, দুজনের ঘরানা একেবারে দুই ধরনের। তাই হয়তো জীবনের নানা সময়ে তাদের মুখোমুখি হতে হয়েছে। এই মুখোমুখি বিপরীত অবস্থান বা প্রতিযোগীতার অর্থে নয়, সমসাময়িক দুই জনের দুটি পথে হেঁটে ইতিহাসের অংশ হওয়া। এই বইয়ে অনুবাদ কৃত সত্যজিত, ঋত্বিকের যে সাক্ষাৎকার গুলো পাঠক পড়বেন, সেখানে দেখবেন এই কয়টা সাক্ষাৎকারে তারা কতবার দুজনের মুখোমুখি হয়েছেন। কখনো সমালোচনায়, কখনো শ্রদ্ধা বিনিময়ে, কখনো তাদের ব্যক্তিগত অবস্থান নিয়েও তারা কথা বলেছেন। একই সময়ে ভিন্নপথে হেঁটেও ভিন্নধারার চলচিত্র বানাতে গিয়ে তাদের এই মুখোমুখি দাড়াতে হয়েছে। আর সেই দুই জনের কথার ভিতর দিয়েই আমরা তাদের সিনেমার দর্শক, তাদের বক্তৃতার শ্রোতা, লেখার পাঠক আজ তাদের মুখোমুখি। এই দুইজনের নানা জায়গায় নানা সময়ে দেয়া সাক্ষাৎকার নিয়েই এই বই সাজানো হয়েছে। আমাদের মত পাঠকের সুবিধার্থে সেই ঠিকানাগুলো বলে দেয়া আছে। সাক্ষাৎকারের নানান জায়গায় এই দুই ব্যক্তি দুই জন সম্পর্কে বলেছেন। তার চেয়ে বলা ভালো সাক্ষাৎকার গ্রহীতাদের আগ্রহের জায়গা ছিলো এইটা। দুজন দুজনকে কীভাবে ভাবেন, দুজন দুজন কে কীভাবে হাজির করেন, এটা তাদের দর্শক, শ্রোতা, পাঠকের আগ্রহের বড় জায়গা জুড়ে আছে। বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে তারা সেটা বলেছেন ও। ফলে দুজনের অন্তরঙ্গ দৃষ্টির আলোয় দুজনকে দেখতে পাওয়ার এক দুর্লভ মুহূর্ত তৈরি হয়েছে এই গ্রন্থে। উদিসা ইসলামের ঝরঝরে অনুবাদে পাওয়া এই সাক্ষাৎকারের বই বাংলা চলচিত্র চর্চার একটি উল্লেখযোগ্য সংযোজন। এই বিষয়ে দ্বিমত করার কেউকে অন্তত খুঁজে পাওয়ার কোন সম্ভাবনা নেই।