সাক্ষাৎকার গ্রহণ মাওলানা আহমদ আওয়াহ্ নদবী আসমা যাতুল ফায়যাইন
সংকলন মুফতী মুহাম্মদ রওশনশাহ কাসেমী
অনুবাদকের কথা ইউরোপ আমেরিকার নওমুসলিমদের আত্মকাহিনী অনুবাদের সুযোগ হয়েছে আরো আগে। কিন্তু ভারতের নওমুসলিমদের এই ইন্টারভিউগুলোর তরজমা করতে গিয়ে যে স্বাদ ও তৃপ্তি পেয়েছি তা অনির্বচনীয়। অনুবাদ করার সময় চেষ্টা করেছি, এই স্বাদটা যেন অনুবাদে অক্ষুণ্ন থাকে। কতটুকু সফল হয়েছি - পাঠক বলবেন।
তবে আমার স্বার্থকতা হলো - প্রথম যেদিন হযরাতুল উসতায মাওলানা নূর হোছাইন কাসেমী দামাত বারাকাতুহুম-এর মজলিসে এই ইন্টারভিউ পাঠ করে শোনানো হয়- সেদিনকার সেই মজলিসে উপস্থিত ছিলেন আমার আরও দুইজন বড় উসতায। একজন ঢাকার ফরিদাবাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দা.বা.- অপরজন একই মাদরাসার প্রধান মুফতি হযরত মাওরানা আবু সাঈদ সাহেব দা.বা.।
ইন্টারভিউ পড়ে শোনাচ্ছিলেন আমাদের অগ্রজ ও গর্ব মুফতি আবদুস সালাম সাহেব। হযরাতুল উসতাযের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। একটা ইন্টারভিউ পড়া হলে হুজুর বললেন, এর অনুবাদ হওয়া দরকার। হযরাতুল উসতায মুফতি আবু সাঈদ সাহেব দা.বা. আমার দিকে ইশারা করে বললেন- অনুবাদ করার লোক তো এখানেই উপস্থিত। সেই ঘটনার কিছু দিন পর হুজুর অনুজ সায়েমকে দিয়ে সাক্ষাৎকারের দুটি খণ্ড আমার বাসায় পাঠিয়ে দেন। সেটা এ বছরেরই শুরুর দিকের ঘটনা। আমার আল্লাহর অনুগ্রহ, আমি আমার উসতাযের আদেশ পালন করার সৌভাগ্য লাভ করেছি।
অনূদিত গ্রন্থটি প্রকাশের ভার নিয়েছে মাকতাবাতুস সালাম, ঢাকা। বিদেশি গ্রন্থ বিপণন ও মাদরাসার পাঠ্যপুস্তক প্রকাশে খ্যাতিমান এই প্রতিষ্ঠান ‘বাঙলা বই’ প্রকাশে এটাই প্রথম। কামনা করি- এ ক্ষেত্রেও আল্লাহ তায়ালা তাঁদের পূর্ণ সফলতা দান করুন। বন্ধুবর সমর ইসলামসহ আরো যারা নানাভাবে সহযোগিতা করেছেন কৃতজ্ঞচিত্তে তাদের ঋণ স্বীকার করছি। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমীন!
দোয়ার মুহ্তাজ মুহাম্মদ যাইনুল আবিদীন।
সূচিপত্র প্রথম খণ্ড * আবদুল্লাহ * ডাক্তার সাফিয়্যা * আয়েশা * জামিলা * মাস্টার মুহাম্মদ আমের * তৈয়্যব ভাই * ড. সাঈদ আহমদ * ড. মুহাম্মদ হুযাইফা * আবদুর রহমান * নূর মুহাম্মদ * ইঞ্জিনিয়ার মুহাম্মদ খালেদ * ভাই তাওহিদ * আবদুল্লাহ কটকী * ড. মুহাম্মদ আহমদ * সুহাইল সিদ্দিকী * মাস্টার আবদুল ওয়াহেদ * মুহাম্মদ ইসহাক * মুহাম্মদ সালমান * হাসান আবদাল * নাদিম আহমদ
দ্বিতীয় খণ্ড * ভাগ্যবতী আমেনার সাথে সাক্ষাৎ * জনাব নাঈম মুহাম্মদ- এর সাথে সাক্ষাৎ * জনাব রেজওয়ান আহমদ * আশেকে রাসূল মুহাম্মদ আহমদ * হাকীম আবদুর রহমান * মুহাম্মদ সালমান * এক ভাগ্যবতী যায়নাব * খাদিজা * মুহাম্মদ শাহেদ * শামীম ভাই * মুহাম্মদ আসজাদ * আবদুল হালিম * ড. মুহাম্মদ উমর * মুহাম্মদ আকবর * আবদুর রশিদ দোস্তম * মুহাম্মদ আকরাম * শেঠ মুহাম্মদ উসমান * আলাউদ্দীন * মুহাম্মদ আকবর * শেঠ মুহাম্মদ উমর
... আমার ব্যাগের মধ্যে পাঁচ লিটার পেট্রোল ছিল। হীরার বাবা এবং এই আমি জালেম চাচা তাকে নিয়ে সেই গর্তের কাছে পৌঁছলাম। গর্তটি একদিন আগে এই উদ্দেশ্যেই খনন করেছিলাম। এই হিংস্র চাচা ফুলের মতো মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। বললাম- বল, কে তোকে নরকের আগুন থেকে রক্ষা করবে! নে, তুই নিজে এবার নরকের স্বাদ বুঝে নে। তাকে গর্তে ফেলে দিয়ে তার উপর পেট্রোল ঢেলে দিলাম। তারপর ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আমার বড় ভাই অশ্রুসজল চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো। তার নতুন কাপড়ে দাউ দাউ করে আগুনের শিখা জ্বলে উঠলো। অগ্নিভরা গর্তের মধ্যে আকাশের দিকে দুটো হাত উঁচু করে চিৎকার করে বলতে লাগলো- আমার আল্লাহ! তুমি আমাকে দেখতে পাচ্ছো তো? আল্লাহ! তুমি আমাকে দেখছো না? তুমি আমাকে ভালোবাস না? তুমি কি তোমার হীরাকে খুব ভালোবাস? হ্যাঁ, আমার আল্লাহ! তুমি গারে হেরাকেও ভালোবাস; আবার গর্তের ভেতর জ্বলন্ত হীরাকেও ভালোবাসো। তোমার ভালোবাসার পর এই পৃথিবীতে আর কী চাই! এতটুকু বলার পর সে চিৎকার করে বলতে লাগলো- ‘পিতাজি! অবশ্যই মুসলমান হয়ে যেও। চাচা, অবশ্যই মুসলমান হয়ে যেও।’ ...