Translation types Text translation DETECT LANGUAGE BENGALI ENGLISH FRENCH ENGLISH BENGALI SPANISH Source text পৃথিবীর প্রাচীনতম নগর যেগুলি এখনও তাদের অস্তিত্ব বজায় রেখেছে, অথবা যেগুলির অস্তিত্ব আর নেই অথচ নাম জানা আছে তাদের প্রায় সকলেরই নামের ইতিবৃত্ত বা প্রতিষ্ঠার তারিখ রহস্যের জালে ঢেকে আছে। না নাম না প্রতিষ্ঠার তারিখ কোনােটারই বিশ্বাসযােগ্য তত্ত্ব বা ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। রাজধানী ঢাকার ক্ষেত্রেও অবস্থা একই রকমের। এই নগরের নামটি কিভাবে হল বা কখন এই নগর প্রতিষ্ঠিত হল তা সঠিক করে বলার আজ কোনাে উপায় নেই। অতীতে বহু পণ্ডিত, ইতিহাসবিদ ও লেখক এই দুই ক্ষেত্রেই নানা রকমের তত্ত্ব এবং ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তা সত্যিকারভাবে কাউকেই তেমন করে সন্তুষ্ট করতে পারে নি। রাজধানী ঢাকার ক্ষেত্রে অবশ্য কয়েকটি অকাট্য তথ্য রয়েছে। প্রথমত মুঘল আমলে এটিকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী করা হয়েছিল, যে অঞ্চলটি সাধারণভাবে সুবা-বাংলা নামে পরিচিত ছিল। দ্বিতীয়ত রাজধানী হওয়ার সময় এটির নাম তদানীন্তন দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর রাখা হয়। তবে ঠিক কবে থেকে ঢাকা জাহাঙ্গীরনগর বা মুঘল রাজধানী হল সে সম্বন্ধে কোনাে সঠিক তথ্য নেই। বিভিন্নজনে বিভিন্ন তারিখ দিয়েছেন, যেমন : ১৬০৮, ১৬১০, ১৬১২ ইত্যাদি। সে যাই হােক না কেন এটি বাস্তব সত্য যে একবিংশ শতাব্দীতে পৌছে মুঘল রাজধানী ঢাকা ৪০০ বছর পাড়ি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান রাজধানী ঢাকার বেশ কিছু গবেষণা-সাংস্কৃতিক সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান বিভিন্নভাবে ঘটনাটি উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়।