কবিসত্তা যতখানি ভাবুক ততখানি নির্মাণকলায় দক্ষ হলেই নতুন কবিতার জন্ম হয়। সময় ও সভ্যতার গতির সঙ্গে সঙ্গে আমাদের জানার, বোঝার ও বলার জগৎ পালটে যায়, তাই কবিকেও আয়ত্ত করতে হয় ভিন্ন ভঙ্গি-রীতি ও ভাবুকতা। একুশ শতকে বাংলাদেশের পরিণত তারম্নণ্য নিয়ে কবিরা এ ভঙ্গি ও ভাবুকতায় যে অমত্মর্নিবিষ্ট তার স্বাক্ষর রয়েছে মোসত্মাক আহমাদ দীনের ভিখিরিও রাজস্থানে যায় কাব্যগ্রন্থে। কেন্দ্র-রাজধানী থেকে দূরে বাস করেও তিনি বাংলা কবিতার মর্মস্থলে প্রবিষ্ট। প্রামেত্মর পরিসরকে সেই মর্মস্থলে মনন ও ভাবুকতার মধ্য দিয়ে রূপান্বিত করার ক্ষেত্রেও অমত্মর্নিবিষ্ট। এক নতুন আধুনিকতার মোচড় আছে এ কাব্যগ্রন্থে। বিষয়ে হয়তো ঐতিহ্য, কাল্ট, স্মৃতি-সংস্কার, বহুব্যবহৃত শব্দ-নাম আছে; কিন্তু এগুলোকে ছুঁয়ে-ছেনে তিনি ব্যঞ্জনার বিহবলতা রচনা করেন, এমন একটা বিভ্রম গড়েন ও ভাঙেন যে ওইসব স্মৃতি-ঐতিহ্য-কাল্ট হয়ে ওঠে ভাবনা-দ্যুতি, যা আলো ছড়ায়। ইন্দ্রিয়কে মন ও মসিত্মষ্ক করে তোলেন। এক্ষেত্রে তাঁর আয়ুধ হচ্ছে রূপক ও বিপর্যাসমূলক অলংকার। মত পরিসর নিয়ে কবিতাগুলো প্রকৃতির হাওয়া, মেঘ, জল-নদী-হাওর-ঝড় আর বাংলা কবিতার সেই ‘তুমি’ সত্তার অমত্মর্বয়ন ঘটায়। তাঁর কবিতায় উপস্থিতি-অনুপস্থিতির খেলা, রহস্যময়তা আছে আর আছে কথা ও ছবির ছোট ছোট দোলা। রূপক দিয়ে চিত্রকল্প তৈরির প্রয়াসে তিনি বেশি মগ্ন থাকেন। এই মগ্নতা টানা গদ্যপ্রবাহী কবিতাগুলোতে আরো সুখদায়ক আবহ তৈরি করে। ভিখিরিও রাজস্থানে যায় কাব্যে কবির আমি-সত্তা একধরনের চিমত্মান্বিত দর্শন-চেতনার অস্ফুট প্রকাশ ঘটিয়েছে। সে-দর্শনটি হলো কবিমাত্রে আত্মদর্শী, একই সঙ্গে পরিপার্শ্ব অবলোকনকারী আর কবিতালিখনের মিতভাষিতায় শিল্পনিপুণ। কবিতা যে একই সঙ্গে বোধ ও শব্দের মিথস্ক্রিয়া - এই কাব্যগ্রন্থে সেটিই চর্চার প্রয়াস লক্ষ করা যায়।
Title
ভিখিরিও রাজস্থানে যায় (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২)
কবিতার পাশাপাশি সাহিত্য ও লোকসংস্কৃতি বিষয়ে বিভিন্ন সাহিত্যপত্রে গদ্য লিখছেন মোস্তাক আহমাদ দীন। ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্যের তত্ত্বাবধানে কাজী আবদুল ওদুদের মননবিশ্ব শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন ২০০৯ সালে। বইটি সম্প্রতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। প্রাচীন ইতিহাসের প্রতি আগ্রহবশত অনুবাদ করেছেন [প্রথমে ফারসি এবং পরে] উর্দু ভাষায় লিখিত সিলেটের ইতিহাসবিষয়ক প্রাচীনতম গ্রন্থ তারিখে জালালি। তিনি সম্পাদনায়ও আগ্রহী, যৌথভাবে সম্পাদনা করেছেন ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, সিলেট। পেশাগত জীবনে একজন শিক্ষক, সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতাজীবনের শুরু, বর্তমানে সিলেট কমার্স কলেজ-এর অধ্যক্ষ। ভিখিরিও রাজস্থাানে যায় কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, কবিতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন চিহ্ন পুরস্কার ও লোক সাহিত্য পুরস্কার।