অন্বেষা : সবাই কোন না কোন কিছুর অন্বেষায় ছুটছে। বিশপ ছুটছে বিশাল এলাকা জুড়ে নিজের আধিপত্য বিস্তার করে প্রচুর ধন-সম্পত্তির অধিকারী হয়ে রাজত্ব করার আশায়। মরমনদের হাতে চাবুকের মারে ক্ষত বিক্ষত হওয়ার পর হার্প প্রতিশোধ নেয়ার অপেক্ষায় আছে। লরা পশ্চিমে রওনা হয়েছে তার প্রেমিকের খোঁজে। সবাই অন্বেষায় আছে কিন্তু শেষ পর্যন্ত কে সফল হবে?
জাতশত্রু : খুনের দায়ে ম্যাক্স বেরীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল মেজর জে বেনসন। ফাঁসির হুকুম হলে তারস্বরে চিৎকার করে ওঠে আসামী ম্যাক্স: ‘ওরা তোমাকে ছাড়বে না, মেজর! আমার ভাইরা তোমাকে খুন করবে!’ চার বছর বাদে ম্যাক্স বেরীর ভাইরা এল বদলা নিতে। পালিয়ে বাঁচল কেবল বেনসনের সাত বছরের ছেলেটা। মারা পড়ল বেনসনের স্ত্রী, ছাই হলো ওর ঘর বাড়ি। ছেলেটাকে বুকে করে বাঁচতে চাইল ও । শান্তির খোঁজে , নতুন জীবনের সন্ধানে পশ্চিমে পাড়ি জমাল সে ছেলেকে নিয়ে, কিন্তু পিছু ছাড়ল কি দুর্বৃত্ত বেরী পরিবারের সদস্যরা?
পরিবর্তন : লোকে বলে, কারসন সিটির ডেপুটি-শেরিফ ফিল রোল্যাণ্ড দায়িত্বজ্ঞানহীন, উদাসী। কিন্তু ওর পালক পিতা খুন হওয়ার পর রাতারাতি বদলে গেল সে। শপথ নিল, বাবার খুনীদের শুধু শায়েস্তাই করবে না, শহর থেকে তাড়াবে প্রত্যেকটি আউট-লকে। গড়ে তুলল তিনজনের অদ্ভুত একটা দল। কিন্তু কাজ শুরু করেই বুঝল, নিজে আইনরক্ষক হয়েও আইনের সাহায্য নিতে পাচ্ছে না সে। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ।