কবিতা শুধু পাঠের জন্য নয়, কবিতার যে অর্ন্তগত ভাব থাকে তা অনুভব করতে পারলে একটি পূর্ণাঙ্গ কবিতা পাঠের তৃপ্তি লাভ করা যায়। কবিতার বহুমুখি ব্যাখা হতে পারে কিন্তু এর মধ্য যে একটি ম্যাসেজ বা বার্তা থাকে তা সব পাঠক তাৎক্ষণিক আবিষ্কার করতে পারেন না। কেউ হয়তো একই কবিতা বারবার পাঠ করেন একধরণে ভালো লাগা থেকে। আবার কেউ কবিতাটিকে হয়তো নিছক পড়ে যান। তবে কবিতা পাঠ করার থেকে শোনার মধ্যে এক ধরণের প্রবল আকর্ষণ রয়েছে। সঠিক উচ্চারণ আর পাঠের ঢং একজন শ্রোতাকে মুগ্ধ করে রাখতে পারে। সব থেকে বড় কথা হলো কবিতার জন্য একজন কবিকেই সব থেকে বেশি নিবেদিত হতে হয়। উৎসর্গ করতে নিজেকে কোন বিনিময় ব্যতিত! কবিতা শুধু পাঠের জন্য নয়, কবিতার যে অর্ন্তগত ভাব থাকে তা অনুভব করতে পারলে একটি পূর্ণাঙ্গ কবিতা পাঠের তৃপ্তি লাভ করা যায়। কবিতার বহুমুখি ব্যাখা হতে পারে কিন্তু এর মধ্য যে একটি ম্যাসেজ বা বার্তা থাকে তা সব পাঠক তাৎক্ষণিক আবিষ্কার করতে পারেন না। কেউ হয়তো একই কবিতা বারবার পাঠ করেন একধরণে ভালো লাগা থেকে। আবার কেউ কবিতাটিকে হয়তো নিছক পড়ে যান। তবে কবিতা পাঠ করার থেকে শোনার মধ্যে এক ধরণের প্রবল আকর্ষণ রয়েছে। সঠিক উচ্চারণ আর পাঠের ঢং একজন শ্রোতাকে মুগ্ধ করে রাখতে পারে। সব থেকে বড় কথা হলো কবিতার জন্য একজন কবিকেই সব থেকে বেশি নিবেদিত হতে হয়। উৎসর্গ করতে নিজেকে কোন বিনিময় ব্যতিত!
আফরােজা নিজামী। ৯ ডিসেম্বর ১৯৬৩ সালে ঢাকা আজিমপুরে জন্ম। পৈত্রিক নিবাস- আহমেদ হাউজ, মৌলভি বাড়ি, পুরাতন মৌলভি পাড়া, কুমিল্লা। পিতা- মরহুম নিজাম উদ্দিন আহমেদ, মাতা- মরহুমা নাজলীন আহমেদ, স্বামী- মরহুম প্রফেসর এমএ মান্নান। ‘সােসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন [সােয়াক] এর প্রথম ছয়জন ছাত্রের একজন- গােলাম মঈন উদ্দিন সিয়াম তার একমাত্র সন্তান। বয়স ২৬ বছর। বর্তমানে একমাত্র সন্তান সিয়ামকে নিয়ে মগবাজার, দিলুরােডে ভাড়া বাড়িতে বসবাস করছেন। আফরােজা নিজামী ১৯৮৩ সালে ইডেন কলেজ থেকে স্নাতক। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেতারে গত তিন দশকেরও বেশি সময় ধরে স্বনামখ্যাত উপস্থাপক, বিজ্ঞাপনকণ্ঠ ও নাট্যশিল্পী হিসেবে কর্মরত আছেন। প্রায় একদশক অডিও বেতার ও টেলিভিশনের নিয়মিত গীতিকার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- উৎসব আমার বারান্দায়- একুশে বইমেলা ২০০৫, জল শব্দের কবিতা- একুশে বইমেলা ২০০৬, হলুদ বনে কথার পাখি- একুশে বইমেলা ২০০৭, ছােটগল্পে আমরাএকুশে বইমেলা ২০১০, বিবর্ণ বসন্ত- একুশে বইমেলা ২০১১, বসন্ত রাত্রি- একুশে বইমেলা ২০১২, তােমাকে অভিনন্দন- একুশে বইমেলা ২০১২। অডিও অ্যালবাম- সােপর্দ- ২০০৬, জোসনার নীলে কথার পাখি- ২০০৮, রঙধনু উঠোনে-২০১২। এছাড়াও আজীবন সদস্য সম্মাননা- ‘সােসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সােয়াক২০১৩।