কবিতা শুধু পাঠের জন্য নয়, কবিতার যে অর্ন্তগত ভাব থাকে তা অনুভব করতে পারলে একটি পূর্ণাঙ্গ কবিতা পাঠের তৃপ্তি লাভ করা যায়। কবিতার বহুমুখি ব্যাখা হতে পারে কিন্তু এর মধ্য যে একটি ম্যাসেজ বা বার্তা থাকে তা সব পাঠক তাৎক্ষণিক আবিষ্কার করতে পারেন না। কেউ হয়তো একই কবিতা বারবার পাঠ করেন একধরণে ভালো লাগা থেকে। আবার কেউ কবিতাটিকে হয়তো নিছক পড়ে যান। তবে কবিতা পাঠ করার থেকে শোনার মধ্যে এক ধরণের প্রবল আকর্ষণ রয়েছে। সঠিক উচ্চারণ আর পাঠের ঢং একজন শ্রোতাকে মুগ্ধ করে রাখতে পারে। সব থেকে বড় কথা হলো কবিতার জন্য একজন কবিকেই সব থেকে বেশি নিবেদিত হতে হয়। উৎসর্গ করতে নিজেকে কোন বিনিময় ব্যতিত! কবিতা শুধু পাঠের জন্য নয়, কবিতার যে অর্ন্তগত ভাব থাকে তা অনুভব করতে পারলে একটি পূর্ণাঙ্গ কবিতা পাঠের তৃপ্তি লাভ করা যায়। কবিতার বহুমুখি ব্যাখা হতে পারে কিন্তু এর মধ্য যে একটি ম্যাসেজ বা বার্তা থাকে তা সব পাঠক তাৎক্ষণিক আবিষ্কার করতে পারেন না। কেউ হয়তো একই কবিতা বারবার পাঠ করেন একধরণে ভালো লাগা থেকে। আবার কেউ কবিতাটিকে হয়তো নিছক পড়ে যান। তবে কবিতা পাঠ করার থেকে শোনার মধ্যে এক ধরণের প্রবল আকর্ষণ রয়েছে। সঠিক উচ্চারণ আর পাঠের ঢং একজন শ্রোতাকে মুগ্ধ করে রাখতে পারে। সব থেকে বড় কথা হলো কবিতার জন্য একজন কবিকেই সব থেকে বেশি নিবেদিত হতে হয়। উৎসর্গ করতে নিজেকে কোন বিনিময় ব্যতিত!