উৎসর্গ আমার এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করছি আমার স্ত্রী খাদিজা আক্তার নার্গিসকে; যে বিগত ছাব্বিশটি বছর ধরে আমার সুখেÑদু:খে পাশাপাশি রয়েছে। অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের লালন পালন করে আসছে। উৎসর্গ করছি রেজাউল করিম শামিম সহ সকল শ্যালকÑশ্যালিকা, ভাতিজা তনু এবং শুভকে যারা বিগত সময়গুলোতে কবিতা লেখার ব্যাপারে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন। এখানে বলতেই হয় যে শ্যালিকা সাহানা, সাখি ও শ্যালক এমাদুল করিম, ভায়রা আশরাফ আমার লেখালেখির ব্যাপারে শৈশব কাল হতেই বন্ধুর মত সার্বক্ষণিক উৎসাহ দিয়ে আসছেন। উৎসর্গ করছি মেজর খালেদ সাইফুল্লাহ (অব:)কে যার যুক্তি সঙ্গত পরামর্শ, বিচক্ষনতা, ভালবাসা, শ্রদ্ধাবোধ ও মমত্ববোধের কারণে পারিপার্শ্বিক ছোট বড়, ধনী, গরীব নির্বিশেষে সকল ধরনের মানুষ সুন্দরভাবে পথ চলার সুযোগ পায়। যার স্নেহ ও ভালবাসায় আমি এবং আমার পরিবার সিক্ত। উৎসর্গ করছি প্রাক্তন বি সি এস কর্মকর্তা জনাবা সাহানা আক্তারকে- যার স্নেহ, বিশ্বাস, ভালবাসা ও সাহায্য সহযোগিতায় আজও আমি আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারছি। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মত সাহস ও শক্তি পাচ্ছি। তাই এই মহান ঔদার্য্য ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাব্যগ্রন্থের ‘মাতৃত্বরই সম্মান’ কবিতাটি রচিত হলো। উৎসর্গ করছি সেলিমা আক্তারকে, যিনি অল্প বয়সেই স্বামীহারা হন। যিনি পরোপকারী, যার আদর স্নেহ পরিশ্রম ও বিচক্ষণতায় অনেক মানুষই উপকৃত। উৎসর্গ করছি বি সি এস কর্মকর্তা; বর্তমানে উপ পরিচালক পদে অধিষ্টিত জনাব মো: মাহবুব উল ইসলামকে। যিনি সত্যনিষ্ঠতা ও ন্যায় নীতির ক্ষেত্রে সর্বদা অনড় থাকার চেষ্টা করেন। যিনি আমার সকল শুভ কর্মের উৎসাহদাতা। যার ভালবাসায় আমি ও আমার সন্তানরা আজ সমৃদ্ধ। উৎসর্গ করছি মানিকগঞ্জের জনাব মো: আশরাফুল হককেÑ যিনি একজন সাধারণ আনসার কমান্ডার, ছোটবেলা থেকেই নিজ প্রচেষ্টায় আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যার সাহায্যের বদৌলতে অনেক দরিদ্র পরিবার অভাবের তাড়না থেকে রক্ষা পেয়েছে এবং পাচ্ছে। উৎসর্গ করছি তাদের, যারা আমার সকল শুভ কর্মের উৎসাহদাতা এবং অর্থের সহযোগিতা দিয়ে এই কাব্যগ্রন্থটি প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। তাঁরা হচ্ছেনÑ সিএ জনাব মো: আবুল কালাম আজাদ, ব্যবসায়ী জনাব মো: তোফাজ্জল হোসেন খান মুকুল, এস আই জনাব এমাদুল করিম, নায়েক আমিরুল ইসলাম, ল্যান্স নায়েক আবদুল কাদের, সিপাহি মোঃ এবাদুল্লাহ ও জনাব মো: আশরাফুল হক প্রমুখ ব্যাক্তিবর্গকে।