ফ্ল্যাপে লিখা কথা `রাঙা শেকড়ের আলপনা’ তরুণ কবি তাসরিন প্রধান এর প্রথম কাব্যগ্রন্থ। এ গ্রন্থের কবি ও কবিতা যেন এক সদাজাগ্রত সত্তা। ‘একটি কবিতার জন্য একুশের রঙ লাল, একটি কবিতার জন্য লড়েছি, লড়ে যাবো চিরকাল’। সাবলীল ভঙ্গিতে, অনায়াস স্বাচ্ছন্দে কবিলিখে গেছেন একটির পর একটি কবিতা। সহজ ভাবনার সহজ জীবনের কথা। প্রতিদিনের অভিজ্ঞতাগুলোই যেন নিভৃত পেয়ে কবিতার পঙৃক্তি হেয় উঠেছে। কবির চিন্তায় সৃষ্টির উন্মাদনা, খেয়ালে রক্তাক্ত স্বাধীনতার রক্তিম আভা । অধিকাংশ কবিতায় স্বদেশ ও স্বাধীনতা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি কবির আকুতি মূর্ত হয়ে উঠেছে। আবার জীবনসংগ্রামে রত মানুষের লড়াইয়ের কথাও উঠে এসেছে স্বাচ্ছন্দে। কখনও প্রেমে, কখনও নিঃসঙ্গতায়, কখনও প্রতিবাদের তর্জনী অনুসরণ করে কবিতা লিখেছেন। ভাষায় কখনও প্রচ্ছন্ন রয়েছে আনন্দ-উল্লাস, কখনও নৈরাশ্য, কখনওবা অন্তর্চেতনা। শৈশবের আরল্যও মূর্ত হয়েছে অতীতচারী লেখনীতে। কবিতার মাধ্যমে কবি গড়তে চান সাম্যের সমাজ ও মানবিক পৃথিবী। চারপাশের জীবন ও সমাজের মাঝে থেকে, সবকিছু দেখে ও শুনে , তার অনুভবের কথা ব্যক্ত করেছেন, যা উত্তরিত হয়েছে আরও বৃহত্তরে- ‘মহা সিন্দু হতে তুলে আনা এক-একটি মুক্তোয় গেঁথেছি এ স্মৃতির মালা যদি তুমি বলো দূরে যাবো সরে পারবো না ভুলতে স্মৃতির এ জ্বালা...’