“সি এস এস ৩ (সিডি সহ)" বইটি সম্পর্কে কিছু তথ্যঃ সিএসএস(CSS ) হচ্ছে ক্যাস্কাইডিং স্টাইল শীট ( Cascading Style Sheet ) আরও সহজ কথায় ওয়েব পেইজের বিভিন্ন উপাদানের আকার, গঠন, আকৃতি, অবস্থান, রং, ইত্যাদির ডিজাইন বা নির্ধারণের সহজ উপায় হচ্ছে সিএসএস (CSS)। সিএসএস প্রচুর পরিমাণে কাজ করার হাত থেকে রক্ষা করে। ওয়েবসাইট এর মাধ্যমে মানুষ আজ যােগাযােগ থেকে শুরু করে লেখাপড়া, বিনােদন, পণ্য ক্রয়-বিক্রয় এর কাজটিও সহজ ও স্বল্প সময়ে সম্পন্ন করতে সক্ষম হচ্ছে। আর তাই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওয়েবসাইট তৈরি তথা ওয়েব ডিজাইনের চাহিদা। কোন ওয়েবসাইট (ওয়েবপেইজ) তৈরির পর ব্যবহারকারীদের নিকট এটিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন স্টাইল প্রয়ােগ করার প্রয়ােজন হয়, আর এজন্য ব্যবহৃত হয় সিএসএস (ক্যাসকেডিং স্টাইল শীট)। সিএসএস ব্যবহার করে নিজের ওয়েবসাইটকে আকর্ষণীয় করার পাশাপাশি চাইলে আউটসাের্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান এরও ব্যাপক সুযােগ রয়েছে। আর একজন সিএসএস এক্সপার্ট হয়ে কাজ করতে যেসকল বিষয়গুলাে সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়ােজন (ব্যাকগ্রাউন্ড, টেক্সট, লিংক ইত্যাদি স্টাইল করা, সিএসএস মার্জিন, প্যাডিং, বক্স মডেল, বর্ডার, স্যুডাে ক্লাস, সুডাে ইলিমেন্টস ইত্যাদি), তার প্রতিটি বিষয় সহজ ও সুষ্ঠুভাবে এই বইটিতে আলােচনা করা হয়েছে। পাশাপাশি এইচটিএমএল ও সিএসএস এর সমন্বয়ে বেশ কিছু বাস্তবমূখী প্রজেক্টের ব্যবহার দেখানাে হয়েছে, যাতে করে পাঠকরা বাস্তব জীবনে কাজ করার সম্যক ধারণা লাভ করতে পারেন।