"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরের একটি ৮ নম্বর সেক্টরের প্রতিষ্ঠাতা ও কমান্ডার হিসেবে লে. কর্নেল ওসমান নিঃসন্দেহে একজন বড় মাপের মুক্তিযােদ্ধা। বঙ্গবন্ধুর আহ্বানে তিনি বিদ্রোহ করেছিলেন এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গার মুক্তিযােদ্ধাদের সংগঠিত করে বড় মাপের অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধের পর দেশ যখন স্বাধীন হল, তখন গ্রন্থটি রচনায় হাত দিয়েছিলেন তিনি। ছুটেছেন এখানে-সেখানে, এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছেন মুক্তিযােদ্ধাদের সঙ্গে কথা বলে। ফলে গ্রন্থে সন্নিবেশিত হয়েছে সকল শ্রেণির মুক্তিযােদ্ধার সাফল্য, ছােট-বড় অনেক যুদ্ধের অনুপুঙ্খ বিশ্লেষণও লিপিবদ্ধ করেছেন বস্তুনিষ্ঠতার সঙ্গে, তুলে ধরেছেন অনেক মুক্তিযােদ্ধার সকরুণ আত্মত্যাগের চিত্র। একজন আর্মি অফিসার হয়েও তিনি একবারের জন্যেও বিস্মৃত হননি যে, মুক্তিযুদ্ধ আসলে ছিল একটি সফল জনযুদ্ধ। এটি একটি ইতিহাসগ্রন্থ। গ্রন্থটির প্রথম পর্বে বিশ্লিষ্ট হয়েছে পাকিস্তান আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক বৈষম্য ও নিপীড়নের ইতিহাস, বঞ্চনার ইতিহাস। ভাষা-আন্দোলন ট্রাজেডির বর্ণনাও লেখক তুলে ধরেছেন একজন প্রত্যক্ষদর্শী হিসেবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সেক্টর কমান্ডার লে. কর্নেল ওসমানের এই গ্রন্থটি এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় সংযােজন।