"নিজে নিজে শিখুন গ্রাফিক্স ডিজাইন" বইটির লেখকের কথা থেকে নেয়াঃ গ্রাফিক্স ডিজাইন আজ আর শুধু বইয়ের পাতায় লেখা গােটা গােটা অক্ষরের অচেনা শব্দমালা নয়। এটা আজ শুধু শৈল্পিক বা উচ্চমাত্রিক শিল্পের উপকরণ নয়। কিংবা শুধু হাইলি এডুকেটেড ব্যক্তির নিজস্ব একচেটিয়া ক্রিয়েটিভিটি নয়। গ্রাফিক্স ডিজাইন এখন সার্বজনীন। যার মধ্যে সামান্যতম হলেও সৃষ্টিশীল মনােভাব (ইংরেজিতে যাকে বলে ক্রিয়েটিভিটি) আছে- তিনি গ্রাফিক্স ডিজাইনে স্বকীয় অবদান রাখতে পারেন। ভবিষ্যৎ গড়ার অন্যতম পেশা হিসেবে বেছে নিতে পারেন এই ক্ষেত্রটিকে। হতে পারেন খ্যাতনামা গ্রাফিক্স ডিজাইনার। এক্ষেত্রে উচ্চশিক্ষা বা শৈল্পিক ডিগ্রীর চেয়ে বেশি প্রয়ােজন একাগ্রতা এবং শেখার অদম্য আগ্রহ। গ্রাফিক্স ডিজাইন আর কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে বেসিক পার্থক্য হলাে গ্রাফিক্স সংক্রান্ত কাজগুলাে কম্পিউটারের মাধ্যমে করা হয়। কম্পিউটার প্রবর্তনের প্রায় শুরু থেকেই গ্রাফিক্স ডিজাইনের জন্য আলাদা একটি জগত একটু একটু করে তৈরি হয়েছে কম্পিউটার ভূবনে। আজ গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার প্রযুক্তি ছাড়া ভাবা যায় না। সারা বিশ্বে এখনও একটি পেশার চাহিদা গগনচুম্বি তা হলাে গ্রাফিক্স ডিজাইনারের। বিশ্বের উন্নত দেশের কথা বাদ দিলেও এই বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই বইতে গ্রাফিক্স ডিজাইনার হবার জন্যে একটা সঠিক দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করেছি। শুরু থেকে বইটিতে আমি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলাে নিয়ে আলােচনা করেছি। এইসাথে চটজলদি প্রধান তিনটি সফটওয়্যার ও তাদের কয়েকটি প্রয়ােজনীয় কৌশল সম্পর্কে ব্যবহারিক আলােচনা করেছি। পুরাে বইটা সাজানাে হয়েছে প্রােজেক্ট আর প্র্যাকটিক্যাল ক্লাশ ওয়ার্কের মাধ্যমে। যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একেবারে অজ্ঞ তারা বইটি থেকে সরাসরি উপকৃত হবেন। এমনকি যারা প্রফেশন্যাল পর্যায়ে উন্নীত হয়েছেন তাঁরাও এই বই থেকে অজানা কিছু কৌশল শিখতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ, এখনও পর্যন্ত বাংলা ভাষায় এই ধরনের গ্রাফিক্স কৌশল সমৃদ্ধ কোন বই প্রকাশিত হয়নি।