"নিজে নিজে শিখুন মাইক্রোসফ্ট এক্সিস" বইটির 'লেখকের কথা' অংশ থেকে নেয়াঃ মাইক্রোসফট এক্সিস হলাে একটি শক্তিশালী ডাটাবেজ প্রােগ্রাম। যেখানে ডাটা নিয়ে কাজ করা হয়। এই কারণে মাইক্রোসফট এক্সিসকে একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়ে থাকে। কারণ, এক্সিস ব্যবহার করে, ডাটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডাটা এন্ট্রির জন্য সহজবােধ্য ও আকর্ষনীয় ফর্ম ডিজাইন করা যায়। এছাড়া, ইনপুটকৃত লক্ষ লক্ষ ডাটা থেকে শুধুমাত্র প্রয়ােজনীয় ডাটা দিয়ে চূড়ান্ত রিপাের্ট তৈরি করা যায়। এক বা একাধিক ডাটা টেবিলের মাধ্যমে ডাটাভিত্তিক সকল কাজের বিশিষ্টতার জন্য মাইক্রোসফট এক্সিস এক্সপি-এর উন্নত সংস্করণকে সংক্ষেপে RDBMS বা Relational Database Management Software বলা হয়ে থাকে। মাইক্রোসফট এক্সিসের প্রধান বৈশিষ্ট্য হলাে এর সহজ ব্যবহার পদ্ধতি। এসএসসি বা এর সমতুল্য যেকোন ছাত্র-ছাত্রীর পক্ষে শুধু নিয়মগুলাে জানা থাকলে অনায়াসে একটি ডাটা টেবিল ডিজাইন তৈরি করতে পারা সম্ভব। ধারাবাহিক পদ্ধতিগুলাে অবলম্বন করলে অতি সহজ প্রক্রিয়ায় একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ পদ্ধতি তৈরি করাও সম্ভব। পরবর্তীতে এই তৈরিকৃত ডাটাবেজ সিস্টেম অন্যরাও ব্যবহার করতে পারবে। তবে মাইক্রোসফট এক্সিস যতটা বিশাল মনে করা হয়- ততটাই সহজ ব্যবহার করা। মনে করা যাক, আপনি কোন একটি গ্রুপ অব কোম্পানীতে কাজ করেন অথবা আপনার নিজেরই একটি গ্রুপ অব কোম্পানী রয়েছে। এই কোম্পানীতে বিভিন্ন ধরনের কর্মী আছে। যাবতীয় ডাটা সংক্রান্ত কাজগুলাে আপনি অনায়াসে করতে পারবেন মাইক্রোসফট এক্সিস ব্যবহার করে। যেমন তারা কে কী ধরনের কাজ করে? কার বেতন কত? কে কবে কাজে অনুপস্থিত আছে। কে কবে রিটায়ার করবে ইত্যাদি বিষয়গুলাে স্বয়ংক্রীয় পদ্ধতিতে নির্ণয় করার সহজ পদ্ধতি খুঁজে পাবেন মাইক্রোসফট এক্সিস ব্যবহার করে। আর এই কাজের জন্য খুব বেশি শিক্ষাগত যােগ্যতা বা কম্পিউটার সম্পর্কে বাড়তি জ্ঞান থাকার প্রয়ােজন নেই। বরাবরের মত ভাষার প্রাঞ্জল দিকটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন মাত্রা ও পেশার পাঠকের জন্য বইটি অত্যন্ত প্রয়ােজনীয় বলে আমি মনে করি। বিশেষ করে মাইক্রোসফট এক্সিস চালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের ত্রুটি-বিচ্যুতি ঘটার সম্ভাবনা প্রচুর। তখন একান্ত সুহৃদের মত এই বইটি যােগাবে প্রয়ােজনীয় তথ্যাবলী। যার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের ডাটাবেজ সংক্রান্ত প্রেজেন্টেশন তৈরির কাজেও সাবলীল হতে পারবেন আমার সুপ্রিয় পাঠকবৃন্দ।