ফ্ল্যাপে লেখা কিছু কথা বৃক্ষ মানেই অক্সিজেনের কারখানা। পৃথিবীতে প্রাণকে বাঁচিয়ে রাখে বৃক্ষ যা মানবজাতির জন্য স্রষ্টার সর্বশ্রেষ্ট অবদান। ইসলাম ধর্মে বৃক্ষ রোপণকে পণ্যু করে। মহানবী (সাঃ) বলেছেন গাছের জীবন আছে-গাছের পাতা ছিড়লে তারা কষ্ট পায়। তোমরা বৃক্ষ ছেদন অথবা কর্তন করনা। বৃক্ষ বিশুদ্ধ অক্সিজেন নির্গত করে আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। রাসূল (সাঃ) একথাও বলেছেন যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারো হাতে চারাগাছ থাকে, তাহলে সে যেন বিপদসঙ্কুল মহূর্তেও তা রোপণ করে দেয়। আল্লাহর ইচ্ছায় হয়তো এটাই পরকালে তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বৃক্ষ মরুরোধ, জলবায়ুর স্থিতিশীলতা আনয়ন, জমির উর্বরতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অক্সিজেন সৃষ্টিকরণ, বায়ুকে বিশুদ্ধকরণ এবং ভূমিক্ষয়রোধসহ নানা কাজ করে থাকে। এখন সবচেয়ে জরুরি কাজ, বৃক্ষের বহুবিদ গুণের সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়া। দেশের স্কুল কলেজ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো এ দায়িত্ব পালন করতে পারে। গোটা জাতিকে এ কাজে এগিয়ে আসতে হবে। দেশের বনের জন্য নির্ধারিত প্রায় ২৫ লাখ একর ভূমির প্রায় ২০ লাখ একরই বৃক্ষহীন। বৃক্ষ দুর্বৃত্তরাই এ অপকর্মটি করেছে। বর্তমানে বন ৬ শতাংশের নিচে নেমে এসেছে, প্রয়োজন ২০ শতাংশ-জলবায়ূ রক্ষার জন্য। সংকলনধর্মী এ গ্রন্থের এই সব কথাই তথ্য-উপাত্ত সহকারে লিপিবদ্ধ করা হয়েছে। স্রষ্টার সৃষ্টিকে এভাবে আমরা হত্যা করতে পারি না- এ বার্তাই গোটা মানবজাতির কাছে তুলে ধরা হয়েছে গ্রন্থ রচনার মাধ্যমে।