"বাজার প্রসঙ্গ" বইটির সম্পর্কে কিছু কথা: রাশিয়ার সাধারণ জনগণ যেখানে দরিদ্র এবং ক্রমান্বয়ে আরাে দরিদ্র হয়ে যাচ্ছে সেখানে পুঁজিবাদ কি বিকাশ লাভ করতে এবং বিকাশের পূর্ণমাত্রায় পৌঁছাতে পারে? পুঁজিবাদের বিকাশের জন্য বিস্তীর্ণ অভ্যন্তরীণ বাজার আবশ্যক, কিন্তু কৃষকের ধ্বংস সেই বাজারকে ক্ষতিগ্রস্ত করছে, তাকে প্রায় রুদ্ধ করে দেয়ার মত হুমকির সৃষ্টি করছে এবং খােদ পুঁজিবাদী ব্যবস্থার সংগঠনকেই অসম্ভব করে তুলছে। কথাটা ঠিক যে, আমাদের খােদ উৎপাদকদের সামন্তু অর্থনীতিকে পণ্য অর্থনীতিতে রূপান্তরিত করে পুঁজিবাদ নিজেই নিজের বাজার সৃষ্টি করে নিচ্ছে, এ ধরনের কথাবার্তা প্রায়শই বলা হয়। কিন্তু খােদক কৃষকের সামন্ত অর্থনীতির করুণ ধ্বংসাবশেষ আমাদের দেশে পশ্চিমা ধরনের বিশাল শক্তিধর পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার ভিত্তি হতে পারে, এটা কি ধারণা করা সম্ভব? এটা কি সুস্পষ্ট নয় যে, জনগণের দরিদ্রায়ন ইতােমধ্যেই আমাদের পুঁজিবাদকে দুর্বল ও ভিত্তিহীন করে তুলেছে? দেশের সমগ্র উৎপাদনকে আওতাধীন করা এবং আমাদের সামাজিক অর্থনীতির ভিত্তি হওয়া পুঁজিবাদের পক্ষে কি একান্তই অসম্ভব নয়? রুশীয় মার্ক্সবাদীদের বিপক্ষে এই ধরনের প্রশ্নাদি সদাসর্বদাই উত্থাপন করা হয়। রাশিয়ায় মার্ক্সের তত্ত্ব প্রয়ােগের সম্ভাব্যতার বিরুদ্ধে বাজারের অনুপস্থিতিকে অন্যতম প্রধান যুক্তি হিসাবে হাজির করা হয়। এই যুক্তি খণ্ডন করাই ছিল “বাজার প্রসঙ্গ””প্রবন্ধটির উদ্দেশ্য। আমরা এই প্রবন্ধটিকে নিয়েই আলােচনা করবাে।