"গণিতের শতপ্রশ্ন" বইটির কিছু কথা অংশ থেকে নেয়াঃ ছােট বেলায় একটি কবিতা পড়েছিলাম। কবিতাটি এরূপ :
মাথায় যত প্রশ্ন আসে দিচ্ছে কি কেউ জবাব তার?
মাথায় যত গণিতের প্রশ্ন আসে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মাধ্যমে তার প্রায় সব প্রশ্নের জবাব পাওয়া যায়। এ এক আকর্ষণীয় স্থান। প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়ে ছুটে আসে তাদের মাথায় যত প্রশ্ন আসে তার জবাব জানার জন্য। শত শত প্রশ্ন, বানের মতাে ছুটে আসতে থাকে মঞ্চে উপবিষ্ট গণিতবিদদের দিকে। কোনােটার জবাব সহজ, আবার কোনােটার জবাব দেওয়া বেশ কঠিন। সময়ের অভাবে সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না। অনেকে মন খারাপ করে! তাদের। মনকে ভালাে করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। অনেক শিক্ষার্থী তাদের পাঠ্যপুস্তকের খুঁটিনাটি বিষয় আয়ত্ত করে না। গণিতের মৌলিক বিষয়গুলাে গুরুত্ব সহকারে পর্যালােচনা করে না। যে কারণে অনেকের কাছে অনেক বিষয় অজানা থেকে যায়। এরকম কিছু অজানা বিষয়কে জানিয়ে দেওয়ার জন্য এ গণিতের শতপ্রশ্ন। বইটি দ্বারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অবশ্যই উপকৃত হবে। যে সব জায়গাতে ছাত্রছাত্রীর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, প্রশ্ন উত্তরের মাধ্যমে সে সব ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি অনেকের উপকারে আসবে।