Phoenix In Flight: 'Phoenix In Flight' (Second Edition, 2011) a compilation of Dr. Mizanur Rahman Shelley's English poems written during the last decades of the 20th century and the first eleven years of the new Millennium. He wrote these as he traveled along the throbbing corridors of pulsation times. These writings represent memorable encounters and electric experience. In essence, these are creations of undying moments. Some are tinged with colorful joy, some others tinted by poignant sadness of transient life. Yet others are marked by evanescent portraits of happenings seen 'as through a glass darkly'. Shelley perceives poetry, basically, as an endeavor 'to see the world in a grain of sand'. According to him it is a difficult job. The mission appears to remain consistently unfulfilled. The world and the life it sustains elude total comprehension. In many ways they represent a tiny fragment of the myriad mysteries of the cosmos. In the final analysis, poems reflect the attempts of the human mind to build bridges of feelings and emotions 'from here to eternity'. Shelley's efforts in this volume are no exception.
(সিএসপি)-এর সদস্য হিসেবে যােগ দেন এবং সরকারের বিভিন্ন উচ্চপদে কাজ করেন। যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে পি.এইচ.ডি. ডিগ্রী লাভ করেন ১৯৭২-৭৫ সালে। ১৯৭৬ থেকে ১৯৮০ সন পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের প্রধানের পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৮০ সালে স্বেচ্ছায় সরকারি কর্মকর্তার পদ ত্যাগ করে তিনি আর্থ-সামাজিক পরামর্শক উপদেষ্টা, বিশেষক ও সাংবাদিক হিসেবে পেশাজীবীর জীবনযাপন করছেন। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক সচিত্র স্বদেশ-এর উপদেষ্টা সম্পাদক, ১৯৮৯ থেকে ৯০ -এর মে পর্যন্ত তিনি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টাইমস ট্রাস্ট্রের চেয়ারম্যান এবং পরবর্তী সময়ে অরাজনৈতিক বিশেষজ্ঞ (Technocrat) হিসাবে বাংলাদেশ সরকারের তথ্য এবং পানিসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ড. শেলী নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং আন্তর্জাতিক সাময়িকীতে লিখে থাকেন। তাঁর রচিত বহু কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনী ও গবেষণাধর্মী গ্রন্থ রয়েছে। তিনি ব্যাপকভাবে বিভিন্ন দেশ সফর করেছেন, বিশেষ করে আফ্রিকা, এশিয়া, ইউরােপ, উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল । তার সহধর্মিনী বেগম সুফিয়া রহমান, এম.এ.। তাঁদের দুই পুত্র সন্তান, জনাব আরিফ ইবনে মিজান ও ড. তাহমিদ ইবনে মিজান।