পকেট ভর্তি আনন্দ' সারমিন ইসলাম রত্নার দ্বিতীয় গ্রন্থ এবং প্রথম গল্পের বই। এ বইয়ের গল্পগুলো ইতোপূর্বে দেশের প্রথম শ্রেণির পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার প্রথম বইটির নাম 'স্বপ্নের ডানা' একটি ছড়া-কবিতার বই। 'পকেট ভর্তি আনন্দ' একখানি শিশুতোষ ভালো গল্পের বই। আমাদের শিশু কিশোরদের স্বপ্ন, অভিলাষ, বায়না, ইচ্ছেপূরণ, কল্পনা এবং বাস্তব জীবনের নানা ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই গ্রন্থে সংকলিত 'টুটুলের ইচ্ছে' প্রথম ছাপা হয় আমার সম্পাদিত কচি-কাঁচার আসরে। গল্পটি প্রথম পড়ে আমি অবাক হয়েছিলাম। বস্তির শিশু টুটুলকে নিয়ে গল্প, এ যেন আমাদের বাস্তব জীবনের প্রতিফলন। মন কাড়ানো ভাষায় টুটুলের এমন ছবি আঁকা এবং তা আবার প্রথম গল্পে! তার প্রতিটি গল্পই আপন মনের মাধুরী মিশিয়ে লেখা এবং নিজেকে আবিষ্কার করা। সহজ সরল বর্ণনা এবং মমতার সাথে ঘটনার বিন্যাস হৃদয়কে ছুঁইয়ে দেয়। আমার কথা প্রমাণের জন্য তাই বলবো সংকলিত সবকটা গল্প পড়ার জন্য। তাই শিশুদের জন্য অনবদ্য গল্পের সংকলন! সারমিন ইসলাম রত্না আমাদের শিশু সাহিত্যের জগতে একটি সুপরিচিত নাম। 'স্বপ্নের ডানা' লিখে সে অনেকের স্নেহ, ভালোবাসা, মমতা এবং সমাদর লাভ করেছে। রত্নার এই ক্ষুদ্র জীবনে আমি মনে করি এ এক পরম পাওনা।