ভূমিকা বর্তমানে সারা বিশ্বে স্প্রেডশীট প্রোগ্রাম হিসেবে মাইক্রোসফট একসেলের ব্যবহার সবচেয়ে বেশি। মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত এ প্রোগ্রামটি ব্যবহার করে সহজেই বিভিন্ন কাজ করা যায়। এক্সেলের স্প্রেডশীটকে আমরা একটি বিরাট পৃষ্টা হিসেবে গণ্য করতে পারি। একটি খাতাতে কলম, রাবার এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা যা যা করতে পারি এক্সেলের স্প্রেডশীট দিয়ে আমরা তার চেয়েও বেশি এবং জটিল কাজ করতে পারি। কমপিউটারের কী-বোর্ডকে কলমের মতো ব্যবহার করে স্প্রেডশীটে বিভিন্ন আক্ষরিক ও গাণিতিক উপাত্ত লিখা যায় এছাড়া এক্সেলের ফর্মুলা এবং ফাংশান ব্যবহার করে হিসাবসংক্রান্ত প্রায় সমস্ত কাজ করা যায়।
এ বইয়ে একসেলের বিভিন্ন কমান্ড সম্পর্কে সহজ সরল ভাষায় উদাহরণ সহকারে উপস্থাপন করা হয়েছে। একসেল কী? একসেল দিয়ে কি করা যায়? একসেলে কাজ করার কৌশল, ফাইল ব্যবস্থাপনা, বিভিন্ন মেনুস্থ অপশনসমূহের ব্যবহার, একসেলের ওয়ার্কশীটে বিভিন্ন অবজেক্ট সন্নিবেশিত করা, চার্ট তৈরি করা, বিভিন্ন ফাংশন ব্যবহার করে অনেক জটিল হিসাবের কাজ করা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাস্তব জীবনে একসেলের ব্যবহারের অনেক উদাহরণ সংযুক্ত হয়েছে। বাংলা ভাষায় প্রকাশিত সর্বাধিক তথ্য সমৃদ্ধ এ প্রকাশনা কমপিউটার ব্যবহারকারীদের প্রভূত সহায়ক হবে। একসেলের সর্বশেষ ভার্সন একসেল ২০১০। এ ভার্সনটি এখনো আমাদের দেশে ব্যাপক প্রচলিত হয় নি। তাই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় নি। তবে সচেতন পাঠকরা একটু বেশি সচেষ্ট হলে এ বইয়ে দেয়া একসেল ২০০৭ অংশটি দেখে একসেলের আগের ভার্সনের অভিজ্ঞতা দিয়ে একসেল ২০১০ বিস্তারিতভাবে ব্যবহার করতে পারবেন আশা করা যায়। বইটির উন্নয়নে আমাদের অনেক প্রচেষ্টা ছিল। কিন্তু তারপরও অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে মনে আগোচরে। বইটির উৎকর্ষ সাধনে আপনাদের যে কোন পরামর্শ সাদরে গ্রহণীয়। সকলের শুভ কামনায় -
মাহবুবুর রহমান
সূচিপত্র * মাইক্রোসফ্ট এক্সেল পরিচিতি * এক্সেলে কাজ করা * ফাইল দিয়ে কাজ করা * প্রিন্ট এবং পেজ সেটআপ * এডিট মেনু * ভিউ মেনু * ইনসার্ট মেনু * ছবি সন্নিবেশিত করা * চার্ট তৈরি করা * ফাংশন * ফরমেট মেনু * টুলস্ মেনু * ডেটা মেনু * উিইন্ডো মেনু * হেল্প মেনু * এক্সেল ২০০৭ পরিচিতি * বিভিন্ন রিবনের ব্যবহার * চার্ট তৈরি এবং সূত্রের ব্যবহার * ডেটা রিবনের ব্যবহার * মাইক্রোসফট এক্সেল ২০১০
Title
মাইক্রোসফট একসেল ভার্সন এক্সপি ও ২০০৭ (সর্বশেষ ভার্সন ২০১০ সহ)
বাংলা ভাষায় আইসিটি বিষয়ক প্রকাশনার অগ্রদূত মাহবুবুর রহমান, এ পর্যন্ত বই লিখেছেন ১০৮টি। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ১৯৯২ সাল থেকে নিবেদিতভাবে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে লিখে চলেছেন। দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট কর্তৃক ‘ওয়ার্ল্ড হুজ হু’ এর নবম সংস্করণে তাঁর জীবনী প্রকাশিত হয়েছে। তাঁর লেখা বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার বিখ্যাত পাবলিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং (ইউএমপি)-তে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন।