ভূমিকা সিহাহ্ সিত্তাহ্র হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম। ইমাম আবূ আবদির রহমান আহমদ ইব্নে শোয়াইব আন্-নাসাঈ (র) (৮৩০-৯১৫ খ্রীস্টাব্দ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন। মহানবী (সা:) এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের অনেক অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধানার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়।
আল-কুরআন হচ্ছে মানকব জাতির হেদায়েত ও পথ-নির্দেশনা, আর হাদীস ও সুন্নাহ্ হচ্ছে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। এজন্য ইসলামী জীবন-বিধানে কুরআনের পরই হাদীস ও সুন্নাহ্র স্থান। বিদায় হজ্জের ভাষণে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদাত্তকণ্ঠে আহ্বান জানিয়েছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দুটো আকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না। এ দুটো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ্ ।” প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত , ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব। হাদীস হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ ইসলামী প্রকাশনা কার্যক্রম প্রকল্পের আওতায় ‘সিহাহ্ সিত্তাহ্’ অনুবাদ ও প্রকাশনা কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে সিহাহ্ সিত্তাহ্ভুক্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, সুনানু ইবনে মাজাহ্ শরীফ এবং মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মুহাম্মদ ইত্যাদি হাদীস গ্রন্থের অনুবাদ খণ্ডাকারে প্রকাশিত হয়েছে। এই ধারাবাহিকতায় বর্তমানে নাসঈ শরীফের প্রথম খণ্ড প্রকাশ করা হলো। এ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছে এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর উদ্দেশে দরূদ ও সালাম পেশ করছি।
নাসাঈ শরীফের অনুবাদ , সম্পাদনা এবং তা প্রকাশের ক্ষেত্রে অনুবাদ ও সংকলন বিভাগের যে সর্ব কর্মকতা-কর্মচারী শ্রম দিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সকলের শ্রম কবুল করুন। মাওলানা আবদুল আউয়াল মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ
সূচিপত্র * ভূমিকা * ইলমে হাদীস : একটি পর্যালোচনা * ইমাম নাসাঈ (র:) ও তাঁর সুনান গ্রন্থ
অধ্যায় ভিত্তিক * পবিত্রতা * পানির বর্ণনা * হায়য ও ইস্তিহাযা * গোসল ও তায়াম্মুম * সালাত * সালাতের সময় * আযান * মসজিদ * কিব্লা * ইমামত সূচিপত্রে এসবের বিস্তারিত আলোচনা করা হয়েছে । এখানে সংক্ষিপ্ত আকারে অধ্যায়ের নামটা শুধু দেওয়া হয়েছে।